![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোকস কমন পড়লে ও পড়তে পারে......................।
১৬।শ্রদ্ধা
শিক্ষকঃ বলো তো জহির, শিক্ষকদের স্থান কোথায়?
জহিরঃ কেনো স্যার, আমার পেছনে।
শিক্ষক (রেগে গিয়েঃ শিক্ষকদের শ্রদ্ধা করতে শেখোনি। তোমার কিছু হবে না!
জহিরঃ কেনো স্যার, আমার বাবা তো প্রায়ই বলেন, তোর পেছনে অতো মাস্টার লাগালাম, তবু তুই পাশ করতে পারলি না?
১৭।শুধু একটা ভুল
বাবা: খোকা, পরীক্ষা কেমন দিলি?
ছেলে: শুধু একটা উত্তর ভুল হয়েছে।
বাবা: বাহ্! বাকিগুলো সঠিক হয়েছে?
ছেলে: না, বাকি গুলোতো লিখতেই পারিনি।
১৮।পরীক্ষার হল থেকে
পরীক্ষার হল থেকে এক ছেলে স্যারের অনুমতি নিয়ে টয়লেটে গেলো। টয়লেটে আগেই একটা বই রাখা ছিলো, প্রশ্নের উত্তর বের করে পড়ে আসতে আসতেই অনেকক্ষণ দেরি হয়ে গেল তার। ফিরে আসতেই স্যার কষে ধমক লাগালেন।
-কী ব্যাপার, টয়লেট থেকে আসতে এতো দেরী হলো কেনো? আর কেউ যাবে না নাকি?
-না স্যার, ওরা ভালো করেই পড়াশোনা করে এসেছে।
১৯।মন্টি
শিক্ষকঃ মন্টি, বলো তো হাসা এর ইংরেজী প্রতিশব্দটি কি?
মন্টিঃ লাফ।
শিক্ষকঃ তাহলে হাসাহাসি এর ইংরেজী কি হবে?
মন্টিঃ লাফালাফি স্যার!
২০।বিপরীত শব্দ
শিক্ষকঃ বলো তো বাতেন, ভেজাল এর বিপরীত কি?
বাতেনঃ খাঁটি স্যার।
শিক্ষকঃ গুড।
বাতেনঃ ব্যাড।
শিক্ষকঃ (রেগে) বেআদব!
বাতেনঃ আদব।
শিক্ষকঃ (আরো রেগে) ওঠ!
বাতেনঃ বস।
২১।শিক্ষক ও ছাত্র
শিক্ষক ছাত্রকে বললেন, লেখাপড়ায় তুমি বেজায় খারাপ করছো, কাল তোমার বাবাকে স্কুলে আসতে বলবে, তার সাথে পরামর্শ করতে হবে ।
ছাত্রঃ কিন্তু তার জন্য যে ফি লাগবে স্যার ।
শিক্ষকঃ ফি! কিসের জন্য?
ছাত্রঃ আমার বাবা যে উকিল। ফি ছাড়া তো তিনি পরামর্শ করেন না ।
২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৪
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ ......আপনার সুন্দর মন্তব্যর জন্য.........
আপনি ঠিক বলেছেন......মানুষকে কাাঁদানো সহজ
কিন্তু হাসানো বড়ই কঠিন কাজ
ভালো থাকুন শুভকামনা রইল...............।
২| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৪
ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বসত বাড়ি বলেছেন: ক্লাস ১/২ এর জোকস!!
২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩০
আজীব ০০৭ বলেছেন: কিন্তু জোকস তো.........
আপনাকে ধন্যবাদ...............।
ভালো থাকুন শুভকামনা................।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৯
হেডস্যার বলেছেন:
খুব হালকা জোকস। হাসতে পারা গেল না
২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩১
আজীব ০০৭ বলেছেন: হাসানো বড়ই কঠিন কাজ
তারপর ও চেস্টা করা আর কি.........
ভালো থাকুন শুভকামনা................।
৪| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২২
সোহানী বলেছেন: ভালো লাগলো..... কেউ হাসতে না পারলে সেটা তার ব্যার্থতা... কি বলেন !!!!!
২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩২
আজীব ০০৭ বলেছেন: আপনার সাথে সহমত............
ভালো থাকুন..........।
শুভকামনা রইল..........।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪২
নীল জোসনা বলেছেন: হেসে নিলাম খানিকটা ।
২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৫
আজীব ০০৭ বলেছেন: কেউ হাসতে না পারলে ও আপনি হেসেছেন জেনে ভালো লাগলো......।
ভালো থাকুন.....শুভকামনা...
৬| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৫
নিজাম বলেছেন: ভাল লাগলো
২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৯
আজীব ০০৭ বলেছেন: ভালো থাকুন..........।
শুভকামনা রইল..........।
৭| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৬
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: খুব বেশি হাসি নাই।
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ
২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৭
আজীব ০০৭ বলেছেন:
হাসানো বড়ই কঠিন কাজ
কেউ হাসতে না পারলে ও আপনি হেসেছেন জেনে ভালো লাগলো......।
ভালো থাকুন.....শুভকামনা
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৬
কোবিদ বলেছেন:
গুড জোকস
তবে হাসতে পারলামনা।
মানুষকে কাাঁদানো সহজ
কিন্তু হাসানো বড়ই কঠিন কাজ