নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“মানুষ কখনো হারেনা, হয় জিতে না হয় শিখে ৷\"

আজীব ০০৭

চাই আমি সারা পৃথিবী ঘুরে বেড়াতে .........।

আজীব ০০৭ › বিস্তারিত পোস্টঃ

!!! জোকস -৪ !!!

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৩



জোকস কমন পড়লে ও পড়তে পারে......................তবে হাসি কমন নাও পড়তে পারে..........।









২২।খোকা



তোমার নাম কি খোকা ?

: নাবিল।

: আহা, ডাক নাম নয়, স্কুলের নাম জানতে চাইছি।

: ও, স্কুলের নাম যাত্রাপুর প্রাথমিক বিদ্যালয়।



২৩।কাজের লোক



মালিক তার কাজের লোকটিকে বলছে,

-যা তো ক্যাবলা, একটি খালি ট্যাক্সি নিয়ে আয় ।

কিছুক্ষণ পর ক্যাবলা এসে বললো,

-স্যার, একটাও খালি ট্যাক্সি পেলাম না , ড্রাইভারের সিটে কেউ না কেউ বসে আছে।



২৪।দুই বন্ধু



১ম বন্ধুঃ জানিস, আমি ছোটবেলায় একবার পাঁচতলা থেকে নিচে পড়ে গিয়েছিলাম।

২য় বন্ধুঃ বলিস কি! তারপর? তারপর কী হলো? তুই কি মরে গিয়েছিলি?

১ম বন্ধুঃ কী জানি! ছোটবেলার কাহিনী কি আর এখন মনে আছে!



২৫।বুদ্ধিমান



শিক্ষক : ৫টা ফুলের নাম বলো?

ছাত্র : ৩টা গোলাপ আর ২ টা জবা।





২৬।সমস্যা



শিক্ষিকা : লেখো ৫৫।

ছাত্রী : কিভাবে মিস?

শিক্ষিকা: প্রথমে একটা ৫ লেখো তারপর আরেকটা ৫।

ছাত্রী একটা ৫ লিখে থেমে গেলো।

শিকিা : কি হলো?

ছাত্রী : কোনপাশে লিখবো বাঁপাশে না ডানপাশে?



২৭।পরীক্ষার চাপ



ছেলের দু’দিন পর পরীক্ষা। অথচ পড়াশোনার নাম গন্ধ নেই। সারাদিন টইটই করে ঘুরে বেড়ায়। মা, ব্যাপারটা দেখে বলেন-

মাঃ হাবলু, তোর না দু’দিন পরে পরীক্ষা! পড়াশোনা করছিস না যে!

হাবলুঃ মা পরীক্ষার এতো চাপ- পড়ার সময়ই পাচ্ছি না!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৩

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: ;) ;) ;) ;)

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৫

আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ.......।

২| ২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৫

রাতুল_শাহ বলেছেন: :)

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৫

আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ..........।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.