নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“মানুষ কখনো হারেনা, হয় জিতে না হয় শিখে ৷\"

আজীব ০০৭

চাই আমি সারা পৃথিবী ঘুরে বেড়াতে .........।

আজীব ০০৭ › বিস্তারিত পোস্টঃ

জোকস৭

৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৫

জোকস কমন পড়লে ও পড়তে পারে......................।



৪০।রিকসাওয়ালা



রন্টু: এই রিকসা ওয়ালা যাবে?

রিকসাওয়ালা: হ্যাঁ যাবো।

রন্টু: তাহলে যাও, দাঁড়িয়ে আছো কেন?



৪১।ভিক্ষুক



ভিক্ষুক: আম্মা, কিছু চাল দিবেন?

গৃহকর্ত্রী: না, না, বাড়িতে চাল নেই।

ভিক্ষুক: তাহলে ২ টা টাকা দেন আম্মা।

গৃহকর্ত্রী: ১ টা টাকাও নেই।

ভিক্ষুক: তাহলে পুরনো কোনো জিনিস, ছেঁড়া-ফাটা জামা-জুতো...?

গৃহকর্ত্রী: বললাম তো, বাড়িতে কিছুই নেই।

ভিক্ষুক: তাহলে মা বাড়িতে বসে আছেন কি করতে? আমার মতো একটা থালা নিয়ে রাস্তায় নাইমা পড়েন।



৪২।শের শাহর �ঘোড়ার ডাক�



ইতিহাস শিক্ষক: তোমরা সবাই জানো, শের শাহ ‘ঘোড়ার ডাকের’ প্রচলন করেন।

ছাত্ররা (অবাক হয়ে): এর আগে কি তাহলে ঘোড়া ডাকতে পারতো না, স্যার?



৪৩।আমেরিকা কোথায়?



শিক্ষক: রনি, এই ম্যাপে দেখাও তো দেখি আমেরিকা কোথায়?

রনি গিয়ে দেখিয়ে আসার পর

শিক্ষক: ভেরি গুড। এবার জনি বলতো, আমেরিকা কে আবিস্কার করেছেন?

জনি: রনি, স্যার।



৪৪।উভচর



শিক্ষক: বলোতো মন্টু, উভচর কাকে বলে?

মন্টু: যা জলে ও স্থলে উভয় জায়গায় চলতে পারে, তাকে বলে উভচর।

শিক্ষক: ভেরি গুড। এবার রন্টু একটা উভচর প্রাণীর উদাহরণ দাওতো।

রন্টু: হাঁস, স্যার।





৪৫।লেজ



এক বাচ্চা জীবনে প্রথমবারের মতো সাপ দেখে ওর মাকে ডাকছে, ‘মা, মা, দেখো; এখানে একটা লেজ নড়াচড়া করছে। কিন্তু কুকুরটা নেই!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০১

দালাল০০৭০০৭ বলেছেন: হা হা হা ভাল ই লাগল।

৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৯

আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই .........ভালো থাকুন.......

২| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক হাসছি।

৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৭

আজীব ০০৭ বলেছেন: হাসতে পেরেছেন জেনে ভালো লাগলো........


শুভকামনা রইল............।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মজা পেলুম।

০৪ ঠা মে, ২০১৪ সকাল ৮:৫১

আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ..............

৪| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৩:২৯

অদৃশ্য বলেছেন:





প্রথমটা বেশি ভালো...


শুভকামনা...

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:০৪

আজীব ০০৭ বলেছেন: আমার বল্গে আসার জন্য ধন্যবাদ.........

ভালো থাকুন.......শুভকামনা........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.