![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোকস কমন পড়লে ও পড়তে পারে......................।
৪৫।বৃষ্টি!
এক বৃষ্টির দিনে একজন লোক তার কাজের ছেলেটাকে ডেকে বলছে-
মালিক : রহিম, বাগানে পানি দিতে যা।
কাজের ছেলেটা : হুজুর আজকে তো বৃষ্টি হচ্ছে!
মালিক : ঠিক আছে, বৃষ্টি হলে ছাতা নিয়ে যা।
৪৬।রাস্তা
১ম ব্যক্তি- ভাই, এই রাস্তাটা কোথায় গেছে?
২য় ব্যক্তি- কেনো! কোথাও যায়নি তো! ২০ বছর ধরে দেখছি এখানেই আছে।
৪৭।শুধু �ল� পড়লেই হবে
একদিন আমার এক বড় ভাই আমাকে বল্লেন- শোন, তুই তো উকিল হবি, তাই না! আমি মাথা নেড়ে হ্যাঁ বল্লাম। বড় ভাই এবার বল্লেন, ঠিক আছে, তোর তাহলে আর কষ্ট করে অ, আ, ক, খ... এইসব কিছু পড়ারই দরকার নেই! আমি অবাক হয়ে বল্লাম কেনো! বড় ভাই বল্লেন, তুই তো উকিল হবি, তোর তো শুধু ‘ল’ পড়লেই চলে!”
৪৮।চিঠি লেখা!
এক পাগল খুব মনোযোগ দিয়ে চিঠি লিখছে। তো সেসময় আরেকজন এসে তাকে জিজ্ঞেস করলো, ‘চিঠি লেখ? কাকে!’। পাগল বলল,“নিজেকেই লিখি।” তখন লোকটা আবার বলল,“নিজেকে কি লেখ?” পাগলটা বললো,“আরে!আগে তো চিঠিটা আমার কাছে আসুক, তারপর পড়ে দেখি, তারপর না জানাব! পাগল নাকি!”
৪৯।জ্ঞানী লোক
রসায়ন-এর ব্যবহারিক ক্লাস চলছে-
শিক্ষক : আমি এই দ্রবণ প্রস্তুত করেছি এবং এই পাত্রে আমি আমার সোনার আংটিটা ডুবিয়ে দিলাম। এখন বল তো আংটিটা দ্রবণে গলবে, নাকি গলবে না?
ছাত্র : গলবে না স্যার?
শিড়্গক : গুড! ভেরি গুড! আচ্ছা বলতো কেন গলবে না?
ছাত্র : স্যার আপনি জ্ঞানী লোক, এই দ্রবণে যদি সোনার আংটি গলে যেত, তবে আপনি নিশ্চয় জেনেশুনে এই পাত্রে আপনার সোনার আংটিটি ডুবাতেন না।
৫০।টাক
ছাত্র তার স্যারকে জিজ্ঞেস করল, স্যার আপনার মাথায় এত্ত বড় টাক কেন?
এই কথা শুনে স্যার তার চুল ধরে ইচ্ছেমত টেনে দিল। তখন ছাত্রটি বলল, স্যার এটা মুখে বললেই হত, শুধু প্রাকটিক্যাল দেখাতে গেলেন কেন?
৫১।মাছ
- তাহলে তোমরা তো বুঝতেই পারছো, যে প্রাণীটা পানির মধ্যে থাকে তাকে বলে মাছ। আসিফ, বলতো, পৃথিবীর মধ্যে সচে ছোট্ট মাছ কী?
- স্যার, জীবাণু।
০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:৩৪
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ .........ভালো থাকুন শুভকামনা........রইল
২| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:৪৬
এন ইউ এমিল বলেছেন:
০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৪০
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ .........ভালো থাকুন
৩| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:৫১
ইউসুফ জাহিদ বলেছেন: সুন্দর।
০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৪০
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ .........ভালো থাকুন
৪| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:১২
প্রিয় জন বলেছেন:
০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৪১
আজীব ০০৭ বলেছেন: এও হাসি..........................
ধন্যবাদ .........ভালো থাকুন
৫| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৪২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মজা পেলুম।
০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৪৬
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ .........ভালো থাকুন
৬| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৫৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
কয়েকটা কমন পড়ছে।
০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:১৭
আজীব ০০৭ বলেছেন: ভালো থাকুন শুভকামনা........রইল
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:৩২
স্বস্তি২০১৩ বলেছেন: