![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোকস কমন পড়লে ও পড়তে পারে......................।
৫৮। কুকুরটা কি কামড়ায়?
সজীব একদিন পথে হাঁটছিলো। হাঁটতে হাঁটতে একটি সুন্দর কুকুর দেখে ওকে কুড়িয়ে নিলো। নিয়েই চলে এলো ওর বন্ধু শ্যামলের কাছে। গিয়ে বললো- ‘কুকুরটাকে কুড়িয়ে পেলাম। ভাবলাম, তোর কাছে নিয়ে আসি।’
শ্যামল : তা কুকুরটা কি কামড়ায়?
সজীব : সেটা জানার জন্যই তো তোর কাছে নিয়ে আসলাম।
৫৯।গোপন কথা!
একদিন শফিক খুব রেগেমেগে হিরাকে খুঁজতে বের হলো। শফিকের সে কী রাগ! হিরা নাকি পাড়াসুদ্ধ সবাইকে বলে বেরিয়েছে, ও একটা হাঁদারাম! যেই না ও হিরাকে পেলো, অমনি ওকে ক্যাঁক করে পাকড়াও করে জিজ্ঞেস করলো, ‘তুমি সবাইকে এগুলো কী বলে বেড়াচ্ছো, আমি নাকি একটা হাঁদারাম?’ হিরা বললো কি, ‘ওহ্ হো, আমি তো জানতামই না যে ব্যাপারটা এতো গোপনীয়। জানলে আমি কখনোই সবাইকে বলতাম না যে তুমি একটা হাঁদারাম।’
৬০।উড়ে আসে কেনো?
একদিন ক্লাশে শিক্ষক ছাত্রদেরকে অতিথি পাখি সম্পর্কে বলছিলেন। ঐ যে, যে পাখিগুলো শীতকালে শীতের হাত থেকে বাঁচার জন্য শীতের দেশ থেকে উড়ে উড়ে গরমের দেশে চলে আসে। তো শিক্ষক বলতে বলতে ছাত্রদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, ‘আচ্ছা, তোমরা কি বলতে পারবে, অতিথি পাখিরা শীতকালে এতো দূরে উড়ে আসে কেনো?’ এক ছাত্র তখন তখনই দাড়িয়ে উত্তর দিলো, ‘এতো দূর তো আর হেঁটে আসা সম্ভব নয়, তাই উড়ে উড়ে আসে!’
০৭ ই মে, ২০১৪ দুপুর ১:৪৯
আজীব ০০৭ বলেছেন: হি হি হি.............
২| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১:৫২
স্বস্তি২০১৩ বলেছেন: এতো দূর তো আর হেঁটে আসা সম্ভব নয়, তাই উড়ে উড়ে আসে!’
০৭ ই মে, ২০১৪ দুপুর ২:০৫
আজীব ০০৭ বলেছেন: ঠিক তাই...........
৩| ০৭ ই মে, ২০১৪ দুপুর ২:০৬
একজন ঘূণপোকা বলেছেন:
০৭ ই মে, ২০১৪ দুপুর ২:১৮
আজীব ০০৭ বলেছেন: হি হি হি হি..............।
৪| ০৭ ই মে, ২০১৪ দুপুর ২:০৯
সাইলেন্স বলেছেন: চ্রম হইছে।
০৭ ই মে, ২০১৪ দুপুর ২:১৯
আজীব ০০৭ বলেছেন: আপনাকে ধন্যবাদ..............
শুভকামনা...........রইল.........।
৫| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৪০
স্নিগ্ধ শোভন বলেছেন:
০৮ ই মে, ২০১৪ সকাল ৮:৩৮
আজীব ০০৭ বলেছেন: হি হি হি হি..............।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৪ দুপুর ১:৪৫
ঢাকাবাসী বলেছেন: হা হা হা !