নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“মানুষ কখনো হারেনা, হয় জিতে না হয় শিখে ৷\"

আজীব ০০৭

চাই আমি সারা পৃথিবী ঘুরে বেড়াতে .........।

আজীব ০০৭ › বিস্তারিত পোস্টঃ

জোকস ১৩ (১৮-)

১২ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৫





জোকস কমন পড়লে ও পড়তে পারে......................।









৭১।নীল তিমি রান্না!



দুই বন্ধু গল্প করছে-

১ম বন্ধু : জানিস, আমার মামার বাড়িতে একটা বি-শা-ল কড়াই আছে। ওটা এত্তো বড়ো যে সেখানে আস্ত একটা নীল তিমিই রান্না করা যায়!

২য় বন্ধু : আরে ধুর! ও আর এমন কী! আমার নানীর বাড়ির পুকুরে ইয়া বড়ো একটা মাছ পাওয়া গেছে। সাইজে আস্ত একটা নীল তিমির মতোই হবে। কাল ওটা রান্না করে চার গ্রামের মানুষকে খাওয়ানো হবে।

১ম বন্ধু : হুহ, বললেই হলো! হলোই না হয় নীল তিমির মতো বড়ো মাছ, কিন্তু সে মাছ রান্না হবে কীসে?

২য় বন্ধু : কেনো? তোর মামার কড়াইয়ে!





৭২।জানালার পাশে খাও!





লিটন গেছে রেস্টুরেন্টে খেতে। কালকেও ও এই রেস্টুরেন্টেই খেতে বসেছিলো। আর কাল দুপুরে ওরা ভাত-তরকারিও দিয়েছিলো অনেক। কিন্তু আজকে দেখে ওকে কালকের অর্ধেক খাবারও দেয়নি। দেখে তো ওর মেজাজটাই গেলো বিগড়ে। হম্বিতম্বি করে ডাকলো ওয়েটারকে- ‘কি ব্যাপার! একদিনে তোমাদের দুপুরের খাবার অর্ধেক হয়ে গেলো কিভাবে? কালকে তো আমাকে এর দ্বিগুণ খাবার দিয়েছিলে।’

শুনে ওয়েটার জিজ্ঞেস করলো, ‘কালকে কি আপনি ঐ জানালার পাশে বসেছিলেন?’

লিটন বললো, ‘হ্যা। তাতে কি?’

এবার ওয়েটার মুচকি হেসে বললো, ‘ও! তাহলে আপনি কাল বিজ্ঞাপন বাবদ বেশি খাবার পেয়েছিলেন। ঐ জানালায় খেতে বসলে বাইরে থেকে দেখা যায় তো, তাই আমরা ওখানে যে বসে তাকে বেশি বেশি করে খাবার দেই। তাহলে বাইরে থেকে দেখে লোকজন ভাববে, এই হোটেলে তো অনেক খাবার দেয়!’





৭৩।প্লেনে উচ্চ শিক্ষা!



রাশেদ আর শাওন যাচ্ছে প্লেনে করে। দেখে কি, পাশেই একটা ছেলে প্লেনে বসেও পড়াশোনা করছে। তাই দেখে তো শাওন খুবই অবাক। ও রাশেদকে জিজ্ঞেস করলো- ‘আচ্ছা, ছেলেটা প্লেনে বসে পড়ছে কেন?’

রাশেদ আবার একটু দুষ্টু তো, ও বললো কি, ‘আরে বুঝলে না, ছেলেটা উচ্চশিক্ষা নিতে চায়। তাই প্লেনে করে অনেক উঁচুতে এসে তবেই পড়তে বসেছে!’





৭৪। হাতের লেখা খারাপ কেনো!



বাংলা ক্লাশ চলছে। প্রদীপ স্যার সবার হোমওয়ার্কের খাতা দেখে দিচ্ছেন। তো কামালের খাতা দেখার পর ওকে সামনে ডেকে নিয়ে বললেন, ‘তোমার হাতের লেখার অবস্থা তো খুবই খারাপ। কী যে মাথামুণ্ডু লিখেছো, কিচ্ছু বুঝতে পারছি না!’



তাই শুনে কামাল কি বলে কি, ‘স্যার, আমার হাতের লেখা যদি ভালো হতো, তাহলে তো আপনি টের পেয়ে যেতেন যে, আমার বানানের অবস্থা আরো খারাপ!’







সবাই ভালো থাকুন, শুভ কামনা রইল...............

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:৪০

আ আ খান বলেছেন: =p~ =p~

১২ ই মে, ২০১৪ বিকাল ৪:২৪

আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ.........।

২| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৫

স্বস্তি২০১৩ বলেছেন: =p~ =p~ =p~

১২ ই মে, ২০১৪ বিকাল ৪:২৫

আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ...........

৩| ১২ ই মে, ২০১৪ বিকাল ৪:১৯

ঢাকাবাসী বলেছেন: বেশ মজা পেলুম।

১২ ই মে, ২০১৪ বিকাল ৪:২৫

আজীব ০০৭ বলেছেন: আপনার মন্ত্যবের জন্য ধন্যবাদ...........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.