নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“মানুষ কখনো হারেনা, হয় জিতে না হয় শিখে ৷\"

আজীব ০০৭

চাই আমি সারা পৃথিবী ঘুরে বেড়াতে .........।

আজীব ০০৭ › বিস্তারিত পোস্টঃ

জোকস ১৭

২৫ শে মে, ২০১৪ সকাল ৯:২৪

জোকস কমন পড়লে ও পড়তে পারে......................।







৮৪।ভাইয়া তেলাপোকা খেয়ে ফেলেছে



ছোট্ট নোমান দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে ওর বাবাকে বললো- বাবা বাবা, ভাইয়া না একটা আস্ত তেলাপোকা খেয়ে ফেলেছে!

- বলিস কী! তাহলে তো সর্বনাশ হয়ে গেছে!

- না বাবা, ভয় নেই। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আমি ভাইয়াকে তেলাপোকা মারার ওষুধ খাইয়ে দিয়েছি। তেলাপোকাটা ভাইয়ার পেটে গিয়েও আর কিছু করতে পারবে না।





৮৫।বিপরীত শব্দ বলো



পড়া শেষ করে মাত্র ইন্টারনেটে বসেছে হাশেম, এমন সময় বাবা এসে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, কি হাশেম, পড়া শেষ?

- জ্বি বাবা।

- আচ্ছা, তাহলে বলো তো দেখি, ‘শীত’-এর বিপরীত কী?

- গ্রীষ্ম।

- আচ্ছা, যাও।

- আসো।

- অভদ্র ছেলে।

- ভদ্র ছেলে।

- কী আশ্চর্য!

- এটা পারবো না বাবা।



৮৬।কোনটা বেশি গুরুত্বপূর্ণ?



হাবিব আর লতিফ দুই বন্ধু। ওরা একদিন গল্প করছিলো। হঠাৎ হাবিব লতিফকে জিজ্ঞেস করলো কি, আচ্ছা বলতো, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, চাঁদ, না সূর্য?

লতিফ বলে কি, চাঁদ!

শুনে তো হাবিবের আক্কেল গুড়ুম! চাঁদ আবার সূর্যের চেয়েও গুরুত্বপূর্ণ হলো কি করে? চাঁদ তো আর সূর্যকে আলো দেয় না, সূর্যই চাঁদকে আলো দেয়। অবাক হয়ে ও লতিফকে জিজ্ঞেস করলো, কেন, চাঁদ বেশি গুরুত্বপূর্ণ কেন?

এবার লতিফ বলে কি, সূর্য তো আমাদের আলো দেয় দিনে, তখন তো এমনিতেই অনেক আলো থাকে, সূর্যের আলোর আর কি দরকার। আর দেখ, চাঁদ কত্তো ভালো, রাতে যখন কোনো আলো থাকে না, চারপাশে ঘুটঘুট্টি অন্ধকার, তখনই না আকাশে চাঁদ উঠে আমাদেরকে অন্ধকারের হাত থেকে বাঁচায়!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৪ সকাল ১০:৩০

হামিদ আহসান বলেছেন: হা হা হা........................

২৫ শে মে, ২০১৪ দুপুর ১২:৫১

আজীব ০০৭ বলেছেন: আমার বল্গে আসার জন্য ধন্যবাদ..........


শুভকামনা রইল.........

২| ২৫ শে মে, ২০১৪ সকাল ১০:৩০

সময়ের ডানায় বলেছেন: :D :D

২৫ শে মে, ২০১৪ দুপুর ১২:৫১

আজীব ০০৭ বলেছেন: হি হি....।

আমার বল্গে আসার জন্য ধন্যবাদ..........


শুভকামনা রইল.........

৩| ২৫ শে মে, ২০১৪ সকাল ১১:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মজ পেলুম।

২৫ শে মে, ২০১৪ দুপুর ১২:৫১

আজীব ০০৭ বলেছেন: ভালো লাগলো

শুভকামনা রইল.........

৪| ২৫ শে মে, ২০১৪ দুপুর ২:২১

মামুন রশিদ বলেছেন: সবগুলাই কমন ।

২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:২২

আজীব ০০৭ বলেছেন: আপনাকে ধন্যবাদ......।

আরও নতুন নতুন আসবে...............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.