নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“মানুষ কখনো হারেনা, হয় জিতে না হয় শিখে ৷\"

আজীব ০০৭

চাই আমি সারা পৃথিবী ঘুরে বেড়াতে .........।

আজীব ০০৭ › বিস্তারিত পোস্টঃ

জোকস ১৯

২৬ শে মে, ২০১৪ সকাল ৮:৪২

জোকস কমন পড়লে ও পড়তে পারে......................।





৯০। ঘাস খাওয়া!



লং অনের উপর দিয়ে বিশাল এক ছক্কা মেরে ব্যাটসম্যান বোলারকে বললো, ‘বাউন্ডারির বাইরে অনেক কচি ঘাস আছে। যাও, গিয়ে ঘাস খাওগে। বোলিং করে তোমার কাজ নেই।’



ছক্কা খেয়েছে তো কী হয়েছে, বোলার কি আর ছেড়ে কথা কইবে? সে উল্টো ব্যাটসম্যানকে পিচ দেখিয়ে বলল, ‘তুমি তো দেখছি নিজের ভাগের ঘাসটুকু আগেই খেয়ে ফেলেছো!’





৯১।ইশ! আর একটু!



খেলা শেষ করে বিল্টু ঘরে ফিরছিল। পথে সঞ্জুর সাথে দেখা হয়ে গেল। সঞ্জু বিল্টুকে জিজ্ঞেস করল- ‘ক্রিকেট খেলে আসছিস নাকি?’

- ‘আর বলিস না! আজকে তো একটা সেঞ্চুরি-ই মেরে দিচ্ছিলাম! একটুর জন্য...’

- ‘সেঞ্চুরির আগেই আউট হয়ে গেলি বুঝি?’

- ‘আরে, বিপক্ষ দল কী ভয়ানক একটা বোলার নিয়ে এসেছিল! একদম মাশরাফির মতো বোলিং করে। আর বোলারটা আমাকে সেঞ্চুরি থেকে মাত্র ৯৯ রান দূরে থাকতেই আউট করে দিল। নইলে আজকে নির্ঘাত সেঞ্চুরিটা পেয়ে যেতাম!’



৯২।ব্যাটসম্যান নন, বোলার



মাত্র ৭ রানেই আউট হয়ে গেল সালেহ। মাথা নিচু করে প্যাভিলিয়নে ফিরে এল ও। সেখানে বসে ছিলেন সাবেক খেলোয়াড় অতুল। সে তো তেড়ে গিয়ে বললো, ‘কী খেলিস তুই, হ্যাঁ? একদিনও বেশি রান করতে পারিস না! আমি যখন খেলতাম, প্রতিদিন আমার নামের পাশে কমসে কম একশ’ রান থাকতো, জানিস?’

সালেহ মুখে একরাশ বিরক্তি নিয়ে বলল, ‘জানি। আর এ-ও জানি, আপনি ব্যাটসম্যান ছিলেন না, ছিলেন বোলার!’

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৪ সকাল ৯:৪৮

ঢাকাবাসী বলেছেন: মোটামুটি মজার।

২৬ শে মে, ২০১৪ সকাল ১০:২২

আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ.....ঢাকাবাসী.............।

২| ২৭ শে মে, ২০১৪ রাত ৯:৫২

সচেতনহ্যাপী বলেছেন: বেশ মজাই তো। তবে প্রথমটা ভাল লেগেছে।
আর আপনিতো দেখছি বেশ কৃপন,খালি হাতে আমার বাড়ি বেড়িয়ে গেলেন!!

২৮ শে মে, ২০১৪ সকাল ১০:০২

আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনার কমেন্টের জন্য ।

পিসি তে সমস্যা হও্য়ার জন্য আপনার বল্গে কমেন্ট করতে পারি নাই

বলে আমি দুখিত।

ভালো থাকুন..........।

শুভ কামনা রইল...............।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.