নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“মানুষ কখনো হারেনা, হয় জিতে না হয় শিখে ৷\"

আজীব ০০৭

চাই আমি সারা পৃথিবী ঘুরে বেড়াতে .........।

আজীব ০০৭ › বিস্তারিত পোস্টঃ

!! জোকস ২৩ !!!

১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৬

জোকস কমন পড়লে ও পড়তে পারে......................।


১০৭।ঘড়ি তো বাজে না!

আমাদের স্কুলে ক্লাসরুমগুলোতে ঘড়ি নেই। কিন্তু সামনের করিডোরে একটা বড়োসড়ো ঘড়ি আছে। সেদিন কী হলো, স্যার ক্লাস নিতে নিতে রহিমকে বললেন, রহিম, দেখে আসো তো, কয়টা বাজে?

একটু পরে রহিম ক্লাশে ঢুকে স্যারকে বলল, স্যার, ঘড়িতে তো কিছু বাজে না, শুধু টিকটিক শব্দ হয়!


১০৮।আমি ফুটবল খেলতে যাইনি!

পল্টু কালকে বাসায় আসতেই বাবা জিজ্ঞেস করলেন, তুই আজকেও স্কুল শেষে ফুটবল খেলতে গিয়েছিলি?
- না, বাবা।
- তাহলে এতো দেরি করে ফিরলি কেন? নিশ্চয়ই তুই ফুটবল খেলতে গিয়েছিলি?
- না বাবা, আমি আজকে সত্যিই ফুটবল খেলতে যাইনি। বিশ্বাস না হলে এই দেখো, আমার ব্যাগে কোন ফুটবল নেই, আছে ক্রিকেট বল!

১০৯।বড্ডো ছোট করে ফেলেছো!

শরিফ সাহেব গেছেন সেলুনে, চুল কাটাবেন। গিয়ে নাপিতকে বললেন, দাও তো বাবা, আমার চুলটা একটু ছেঁটে দাও। নাপিতও যত্ন করে তার চুল ছেঁটে দিল। চুল কাটা শেষে শরিফ সাহেব ঘুরেফিরে চুল দেখে বললেন, আহহা, তুমি তো চুল বড্ডো বেশি ছোট করে ফেলেছো। একটু বড়ো করে দাও দেখি।


সবাই ভালো থাকুন, শুভকামনা রইল.................।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২০

আলগা কপাল বলেছেন: ১০৭ নাম্বারটা কাজী মোতাহের হোসেনের ছেলেবেলা থেকে কপি। পরের দুটোয় হাসতে পারলাম না। (আমি মানুষটা একটু নিরানন্দ বটে।)

১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫০

আজীব ০০৭ বলেছেন: আলগা কপাল ভাই মানুয কে হাসানো সবচাইতে কঠিন কাজ...।

এখানে কোন কৌতুকই আমার নিজস্ব রচনা নয়-সবগুলোই ভিবিন্ন ওয়েব পেজ, বাংলা ব্লগ, ফেসবুকের বিভিন্ন পেইজ ও গ্রুপ এবং বন্ধুদের ওয়াল থেকে নেওয়া। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা আমাদের একটু হাসির সুযোগ করে দেয়ার জন্য। আরেকটি কথা, এখানে দেওয়া কৌতুক সমুহের সর্বস্বত্ত সংরক্ষিত না থাকায় আমি কারো নাম দিচ্ছিনা এবং উসৎ উল্লেখ করছিনা। তাছাড়া বর্তমান এই কপি-পেস্টের যুগে সত্যিকার উসৎ খুজে পাওয়া ও সম্ভব নয় ।

নোট - আগেই বলে রাখছি এই কৌতুক গুলো দ্বারা মানুয কে আনন্দ দানের চেস্টা করা হয়েছে মাএ--কোন মানুয কে উপহাস বা ছোট করার জন্য নয়। তবে এখানে অনেক চরিএ, ঘটনা, স্হান বা কালের সাথে এর মিল খুজে পেলে পেতে পারেন। ইহাতে কারো কোন আপত্তি গ্রহনযোগ্য নয়। কারন এখানে সব ধরনের চরিএ কাল্পনিক।

ভালো থাকবেন শুভ কামনা রইল।

২| ১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৭

প্রামানিক বলেছেন: মজার জোকস। ধন্যবাদ

১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৩

আজীব ০০৭ বলেছেন: ভালো থাকবেন শুভ কামনা রইল।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: জোক্স পড়তে ভালো লাগে,

ভালোলগলো

১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১

আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ.............

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা রইল

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৫

আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.