নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“মানুষ কখনো হারেনা, হয় জিতে না হয় শিখে ৷\"

আজীব ০০৭

চাই আমি সারা পৃথিবী ঘুরে বেড়াতে .........।

আজীব ০০৭ › বিস্তারিত পোস্টঃ

!! জোকস ২৫ !!!

২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৮

জোকস কমন পড়লে ও পড়তে পারে......................তবে হাসি কমন নাও পড়তে পারে..........।



১১৩।দিনে চুরি করো কেন?

সেদিন পাশের গলিতে এক অদ্ভূত চোর ধরা পড়লো। সে দিনে-দুপুরেই চুরি করতে বেড়িয়েছিলো। ধরা পড়ার পর তাকে জিজ্ঞেস করা হলো, তা চোরবাবা, তুমি দিনের বেলা কেন চুরি করতে বেড়িয়েছো? চোররা তো চুরি করে রাতে!

- না মানে, রাতে আমার ভীষণ ঘুম পায় তো...



১১৪।টাকার জন্য চিৎকার করছে!

একদিন বিকেলে রনি ওর আম্মুকে গিয়ে বললো, ‘মা! মা! একটা লোক টাকার জন্য চিৎকার করছে। ১০টা টাকা দাও, ওকে দিয়ে আসি।

- দিচ্ছি, দাঁড়া। আচ্ছা, লোকটা কী বলে চিৎকার করছে রে? আমি তো কোনো ভিক্ষুকের গলা শুনছি না!

রনি কাঁচুমাচু মুখে বললো, লোকটা আইসক্রিম আইসক্রিম বলে চিৎকার করছে!



১১৫।ঝাঁকায় কী?

এক বোকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো। পথে তার সঙ্গে দেখা হলো আরেক বোকার। সেই বোকা মাথায় আবার কিসের যেনো ঝাঁকা বহন করছে। দ্বিতীয় বোকা প্রথম বোকাকে দেখেই বললো, বলো তো, আমার মাথায় কী? বলতে পারলে ঝাঁকা থেকে একটা কলা দিবো। আর কয়টা কলা আছে বলতে পারলে চার হালির সবগুলোই তোমাকে দিয়ে দেব।

শুনে তো দ্বিতীয় বোকা ভারি মুশকিলে পড়ে গেল। এ কী কঠিন প্রশ্ন! ঝাঁকায় কী আছে ও কী করে বলবে! তখন প্রথম বোকাকে বললো, জিনিসটা কেমন একটু বলো তো?
- জিনিসটার উপরে হলুদ, ভেতরে সাদা।
- ও, বুঝেছি। তোমার মাথার ঝাঁকায় আছে ডিম!


সবাই ভালো থাকুন, শুভকামনা রইল.................।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৫

মোস্তফা সোহেল বলেছেন: বেশি হাসি নাই।

২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৪

আজীব ০০৭ বলেছেন: আহারে..........পরের বার চেস্টা করব......।

২| ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: শেষটা ভাল ছিল

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০৪

আজীব ০০৭ বলেছেন: হুমম....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.