![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোকস কমন পড়লে ও পড়তে পারে......................তবে হাসি কমন নাও পড়তে পারে..........।
১১৬। চশমা পরে ঘুম!
একদিন সাদমান সাহেব বই পড়তে পড়তে ঘুমিয়েই গেলেন। আর তাই ঘুমুনোর আগে চশমাটাও খোলা হয়নি। তার ছোট্ট মেয়েটি তাই দেখে মাকে জিজ্ঞেস করল- আচ্ছা মা, আব্বু চশমা পরে ঘুমিয়েছে কেন?
এমন দুষ্টু প্রশ্নের উত্তরে মা কী বলবেন, তা ভেবেই উঠতে পারছিলেন না। তখন মেয়েটিই বলল, ও, বুঝেছি। চশমা ছাড়া তো আব্বু কিছুই ঠিকমতো দেখতে পারে না। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে হলে তো আব্বুকে চশমা পরেই ঘুমুতে হবে, তাই না?
১১৭। প্রাইভেটকার!
- যারা গান লেখেন, তাদের বলে গীতিকার। যারা নাটক লেখেন, তাদের বলে নাট্যকার।
- আচ্ছা, তাহলে যিনি আমাকে প্রাইভেট পড়ান, তিনি কি প্রাইভেটকার?
১১৮। কম টাকায় চুল কাটানো!
একদিন এক কিপ্টে লোক গেছে সেলুনে, চুল কাটাতে। গিয়ে নাপিতকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি চুল কাটাতে কতো নাও?
- ত্রিশ টাকা।
- আর শেভ করতে?
- বিশ টাকা।
- তাহলে এক কাজ করো, আমার মাথাটা শেভ করে দাও!
সবাই ভালো থাকুন, শুভকামনা রইল.................।
০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৯
আজীব ০০৭ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ১ম কমেন্ট করার জন্য ।
ভালো থাকুন শুভ কামনা রইল।
২| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৫
জোকস বলেছেন: আমার মাথাটা শেভ করে দাও !
০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০০
আজীব ০০৭ বলেছেন: হা হা হা..............ধন্যবাদ।
৩| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৩
উম্মে সায়মা বলেছেন:
০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০০
আজীব ০০৭ বলেছেন: ভালো থাকুন শুভ কামনা রইল।
৪| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৫
ওমেরা বলেছেন:
০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৭
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে.......।
৫| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: আমার আজকের পোস্ট
মেয়েরা পুরুষদের তুলনায় বেশী কথা বলে
জেনারেলের দুরবস্থা আপনার অনুধাবন করতে পারবেন বলে আমার বিশ্বাস
০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২০
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ।
৬| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো। হাসি পায়নি আমার!!!
০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৮
আজীব ০০৭ বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই ভালো লাগলো জেনে খুশি হলাম।
মানুয কে হাসানো সবছেয়ে কঠিন কাজ আমি শুধু চেয্টা করেছি ।
ধন্যবাদ ভালো থাকুন শুভ কামানা রইল।
৭| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৪
আলগা কপাল বলেছেন: ১ম টা কমন। বাকিগুলো
০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২২
আজীব ০০৭ বলেছেন: অনেক দিন পর পরিচিত আইডি গুলো দেখে ভালো লাগলো।
বাকিগুলো কি সেটা তো বললেন না।
শুভকামনা রইল।
৮| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: হুম।
০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৩
আজীব ০০৭ বলেছেন: অনেক দিন পর পরিচিত আইডি দেখে ভালো লাগলো।
ভালো থাকবেন শুভকামনা সবসময়।
৯| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩০
তারেক ফাহিম বলেছেন: প্রাইভেটকার!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৩
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ।
১০| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৯
বিজন রয় বলেছেন: হা হা হা .........
১১৭ +++++
০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৪
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ।
শুভকামনা সবসময়।
১১| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০২
তহুরুজজামান হিমন বলেছেন:
০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৪
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ।
শুভকামনা সবসময়।
১২| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৫
আলগা কপাল বলেছেন: আসলে বাকিগুলো কেমন সেটাও বলেছিলাম। সামুর বিশেষ পণ্ডিতির জন্য দেখায় নাই।
যাহোক, বাকিগুলো
০৯ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৫
আজীব ০০৭ বলেছেন: হা হা হা ধন্যবাদ.................।
১৩| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৪
হাতুড়ে লেখক বলেছেন: শেষেরটা ভাল ছিল।
০৯ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৫
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ।
১৪| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:২২
সচেতনহ্যাপী বলেছেন: ১১৭ নম্বরটা দারুন ।।
০৯ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৫
আজীব ০০৭ বলেছেন: ধন্যবাদ ..........।
ভালো থাকুন শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ দারুন