নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকন বিডি

আকন বিডি › বিস্তারিত পোস্টঃ

"ফাঁস হওয়া প্রশ্নে মেডিকেল-ডেন্টালে ভর্তি হয়েছেন ৪ হাজার শিক্ষার্থী"- আমার মাথা ব্যাথ্যা করছে

২৪ শে জুলাই, ২০২০ রাত ১১:২৭

News


২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত অন্তত চার হাজার শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হয়েছেন। তার মানে এর মধ্যে ২০১৩ সালে ভর্তি হয়ে ৫ বছর পড়ে, একবছর ইন্টারর্নী করে ডাক্তার হিসাবে পেশাজীবন শুরু করেছে।

সরকারকে অভিনন্দন তার এই বিরাট অপকর্মে। সাবাস, চালিয়ে যাও, তোমাদের দেয়া ব্যাম্বোতে আমরা গর্বিত। আনন্দে দীশেহারা। দিগ্মবর হয়ে নাচলে তোমাদের ভালো দেখাতো।

তখন সরকারের ভাবমূর্তি ক্ষুন হচ্ছে বলে আন্দোলনরত শিক্ষার্থীদের প্যাদানী দিছে। কোটি টাকার লেনদেন হয়েছে। সব অস্বীকার করেছে সরকার। অদ্ভুত। না, অদ্ভুত না, এইটাই সরকার। অযোগ্য জনগনের অপদার্থ সরকার।

"ভোট মারুন টাস টাস
মার্কা আমাদের বাঁশ বাঁশ" --কাইস্যা

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১১:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এরা প্রশ্নপত্র ফাঁস জেনারেশন।
এরা জাতির জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।

২৪ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৫

আকন বিডি বলেছেন: শুধু প্রশ্নপত্র ফাঁস না, সব দিক দিয়ে- নীতি, আদর্শ, চরিত্র, ব্যবহার, মানবিক গুনাবলি বাতিল তাদের থেকে।
প্রচন্ড ভয়ঙ্কর এক জেনারেশন অপেক্ষমান আমাদের জাতির জন্য।

২| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৫

ডার্ক ম্যান বলেছেন: ডেভিল জেনারেশন

২৪ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৮

আকন বিডি বলেছেন: ভাই আমাদেরও দোষ আছে। আমরা তাদের নিয়ন্ত্রণ করতে পারি নাই, তাদের জন্য উত্তম শিক্ষার ব্যবস্থা করতে পারি নাই, তাদের চাহিদা বুঝতে পারি নাই।

৩| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১২:৫০

মা.হাসান বলেছেন: যারা পরীক্ষায় অসাধুপায় অবলম্বন করলো এদের ধরতে অভিযান চলছে। যারা নির্বাচন...

২৫ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩২

আকন বিডি বলেছেন: নাটক করে ক্ষমতায় তাদের?

৪| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১:৫০

নেওয়াজ আলি বলেছেন: চার ছাত্র প্রশ্ন ফাঁসে ডাঃ হবে । আল্লাহ তুমি বিচার করো এইসব ডাকাতদের।

২৫ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩৪

আকন বিডি বলেছেন: এরাতো প্রশ্ন ফাঁসে মেডিকেলে টিকলো, এর পর তারা যে প্রফেশনাল প্রশ্ন ফাঁস করে নাই এর বিশ্বাস কি?

৫| ২৫ শে জুলাই, ২০২০ রাত ২:৫৩

রাজীব নুর বলেছেন: দেশটা নষ্ট হয়ে গেলো।

২৫ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩৫

আকন বিডি বলেছেন: ডাক্তার হওয়ার পূর্বেই বাঙালী মরে ভুত হবে।

৬| ২৫ শে জুলাই, ২০২০ সকাল ৯:০১

একাল-সেকাল বলেছেন: প্রশ্নফাঁসের Beta Version আমাদের বর্তমান স্বাস্থ্যখাত Pre-activated version is coming soon !
Full version release হওয়ার সাথে সাথে এদেশে যেকোনো অসুস্থতা-ই মৃত্যুর কারন হয়ে দাঁড়াবে। আর দুর্নীতি মহামারি রূপ ধারন করবে। নাউরুঃ রাজা থেকে প্রজা বনে যাওয়ার গল্প। আগামী বাংলাদেশের রাজনৈতিক অবস্থান হবে সিকিম, আর অর্থনৈতিক অবস্থা হবে নাউরুর মত। লক্ষণ পদ্মা সেতুর মতই দৃশ্যমান।

২৫ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪৩

আকন বিডি বলেছেন: নানান ভার্সন এর নানান গুন। বাঁশ কিভাবে দিবে, ছোলা না অছোলা এই দেখার বিষয় এখন।

৭| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আগে ডাক্তার আর শিক্ষকদের মানুষ সবচেয়ে সম্মান করত। এখন যারা পাশ করে এই দুই পেশায় আসছেন তাদের মানুষ ভয় পায়।

২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫৭

আকন বিডি বলেছেন: সব দিকে হযবরল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.