![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুঠোফোনে প্রেম, বিয়ের পরদিনই ঝুলন্ত লাশ
মোবাইলে পরিচয় তাতেই প্রেম করতে হবে?
একটু নিজেকে প্রশ্ন কেন করো না?
যাকে দেখি নাই, যাকে চিনি নাই, হুট করে খেয়ালের বসে পরিবার ত্যাগ করে সেই অপরিচিতর কাছে যেতে হবে?
তাকে বিয়েই করতে হবে?
লাভ কি হলো? শুধু একটু ধীর স্থির হতে পারলে না?
মায়া লাগে নি পরিবারকে?
মায়ার বন্ধন ছেড়ে যেতে কস্ট হয় নি?
পরিবারের কথা একটুও ভাববে না?
কি বিপদ হতে পারে একটুকো ভাবলে না?
যাই হোক---
সব কিছু জানার পর ভুলগুলো ঠিক করা যেতো।
নিজেকে একটু সময় দিয়ে শোধরানো যেতো।
সব ফেলে আবার ঘুরে জীবনকে সাজানো যেতো।
আর এখন
নিজেকে কস্ট দিলে আবার আমাদের কস্ট দিলে।
১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৭
আকন বিডি বলেছেন: খুব কস্ট লাগে এই সব ঘটনা। অবুঝের মত কি সব করে। একই রকম ঘটনা অনেক ঘটেছে। তার পরও মেয়েগুলা এই রকম কেন করে তারাই জানে।
২| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১২:১৫
নূর আলম হিরণ বলেছেন: এসব ঘটনা আগের চেয়ে কমেছে ২০০৬/০৭ এর দিকে প্রকট আকারে ছিল। মানুষ যথাযত শিক্ষিত না হওয়ায় জীবন সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারেনা।
১১ ই আগস্ট, ২০২০ ভোর ৫:৩২
আকন বিডি বলেছেন: বেশি আবেগ দিয়ে চললে এই এক সমস্যা। উল্টাপল্টা কাজ করে।
৩| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১২:৪০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটা হয় অজ্ঞতার জন্য।
১১ ই আগস্ট, ২০২০ ভোর ৫:৩৩
আকন বিডি বলেছেন: হতে পারে।
৪| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১:১৮
রাজীব নুর বলেছেন: পৃথিবীর সমস্ত মেয়েরা ভালো থাকুক।
১১ ই আগস্ট, ২০২০ ভোর ৫:৩৪
আকন বিডি বলেছেন: ভালো থাকার চেষ্ঠা করতে হয়।
৫| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১২:৫৫
সামু পাগলা০০৭ বলেছেন: শুধু মেয়েরাই নয়, ছেলেরাও এমন বোকা হয়। শিরোনামটি কেমন যেন। যাই হোক, গুরুত্বপূর্ণ খবর ও মতামত শেয়ার করেছেন। আমি আগেই প্রথম আলোতে দেখেছিলাম নিউজটি। দুঃখজনক।
০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৯
আকন বিডি বলেছেন: "শিরোনামটি কেমন যেন"----------- কি রকম?
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:০২
চাঁদগাজী বলেছেন:
প্রতিটি কলেজে একজন মহিলা এডভাইজার দরকার, যিনি মেয়েদের সকল বিষয় জেনে যেন সাহায্য করতে পারেন।