নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকন বিডি

আকন বিডি › বিস্তারিত পোস্টঃ

হাবিজাবি কিছু লাইন

২৪ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৫

১.
তোমার চোখে রাখবো এ চোখ ,
এই দু:সাহসতো নেই যে মোর।

২.
তোমায় বলবো ভালোবাসি,
এতো মোর হৃয়ের জ্বলপনা।

৩.
দুই নয়ন চেয়েছি যত,
মুগ্ধতায় সরায়ে নিয়েছি নিজেকে তত।

৪.
ভেবে ভেবে হারিয়েছি পথ দিশা মোর
যখন দেখিছি তোমায়
শিশির ভেজার ভোর ।

৫.
যে সুরের ব্যঞ্জনা এসেছিল হৃদয়ে
হারিয়েছে কখন তা
খোঁজই রেখেছে কে তা।

৬.
কারণে অকারণে অভিমানে
ঝড়েছে নয়ন জল
হতাশ জীবনের বিষ,
গলধারণ করিছি অবিরল।

৭.
কেন আখিঁ করে ছল ছল,
হৃদয়ে কেনো এতো ব্যাথা বাজে অবিরত।
মুছে ফেল অভিমানী মনের কথা,
চেয়ে দেখো ডাকিছে তোমায় জীবনের বিশালতা।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৭

আকন বিডি বলেছেন: ধন্যবাদ

২| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ২:০৫

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: প্রথমটা কেনো যেনো ভালো লেগেছিলো তাই একটু পাল্টে নিলাম -

রাখবো এ চোখ, চোখে তোমার,
সে দুঃসাহস, নেই তো আমার।

অনুপ্রেরণার জন্য ধন্যবাদ।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৯

আকন বিডি বলেছেন: নিন পাল্টে নিন। কোন সমস্যা নাই।
বাকি গুলা ভালো হয় নাই? :((

৩| ২৫ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৪৫

মিরোরডডল বলেছেন:



এ হাবিজাবি লাইনগুলো কি আকনের লেখা ?
সবাই দেখি কবি হয়ে যাচ্ছে :|

লাস্ট লাইনটা সবচেয়ে সুন্দর ।
চেয়ে দেখো ডাকিছে তোমায় জীবনের বিশালতা

সবকিছুই শুধু তুমি আমি, আমি তুমিতে সীমাবদ্ধ নয় ।
এর বাইরেও আছে অন্য জীবন, অনেক সুন্দর, অনেক বিশাল ।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩২

আকন বিডি বলেছেন: এ হাবিজাবি লাইনগুলো কি আকনের লেখা ?
জানতে চেয়ে লজ্জা দিবেন না। :``>>
সবাই দেখি কবি হয়ে যাচ্ছে
আমিতো নই কবি,
লিখিয়াছি কিছু হাবিজাবি।

ধন্যবাদ, ভালো লেগেছে শুনে খুশি হলাম। :)

৪| ২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৩২

শেরজা তপন বলেছেন: বাহ-রে বাহ! দারুন সব(অনু) কবিতা।

ভাল লাগল ভায়া

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৩

আকন বিডি বলেছেন: ধন্যবাদ। ভালো লেগেছে শুনে খুশি হলাম। :)

৫| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ২:৩০

কবিতা পড়ার প্রহর বলেছেন: ভালোইতো।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

মিরোরডডল বলেছেন:

প্রায় এক মাস হলো আকনকে দেখছিনা ।
ইউ ওকে ?

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৬

আকন বিডি বলেছেন: আলহামদুল্লিলাহ ভালো।
২৯ আগস্ট থেকে বিভিন্ন সমস্যা।ঐ দিন সিলিং ফ্যানে হাত কাটি। সেই দিনই আম্মার জ্বর আসে। একদিন পর আমার জ্বর। তার দুই দিন পর আব্বার জ্বর। এর পরে ছোট বোনের করোনা পজিটিভ রিপোর্ট। কয়েকজন আত্মীয় ইন্তেকাল করেন। কলিগের মা ইন্তেকাল করেন। বাসা এক বয়স্ক খালা, আম্মাকে মাঝে মাঝে সাহায্য করেন, তার স্বামী ইন্তেকাল করেন। নানাবিধ ব্যস্ততা আর আসি নাই।

যাই হোক আলহামদুল্লিলাহ ভালো আছি।

ধন্যবাদ আপনি আমাকে স্মরণ করে জানতে চেয়েছেন এর জন্য।
আপনি কেমন আছেন? আপনার পরিবার কেমন আছে?

৭| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

মিরোরডডল বলেছেন:



আই’ম সো স্যরি আকন , এতোগুলো ব্যাড নিউজ । ইউ হ্যাড এ লট !
বুঝতে পারছি অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে ।

এখন সব ঠিকঠাকতো ?
ফাইনালি গুড টু সি ইউ ব্যাক ।

সিলিং ফ্যানে হাত কি করে কাটলো ? ওখানে হাত যাবে কিভাবে ?


১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

আকন বিডি বলেছেন: আলহামদুল্লিলাহ ভালো। চলছে ভালোই।
বিছানার উপর দাড়িয়ে দাড়িয়ে মশারি গোচ্ছাছিলাম। মশারি ঝাড়া দিতে হাত উপরে উঠা মাত্রই সিলিং ফ্যানে আঘাত। আমি ৫' ১০" লম্বা, বিছানার উপর দাড়ালে মাথার ১ ফুট উপরে সিলিং ফ্যান ঘুরে। বুঝতেই পারছেন কি ভাবে হাত কাটি।

৮| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০০

মিরোরডডল বলেছেন:



হুম বুঝলাম আকন ৫’ ১০”
বাহ ! আকনটা টল আছে :)


১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৪

আকন বিডি বলেছেন: আর লজ্জা দিয়েন না। :``>>
লম্ব মানুষের বুদ্ধি নাকি হাটুতে থাকে। আমার মনে হয় আমার বুদ্ধি আমার পায়ের গোড়ালিতে। :P

৯| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৬

মিরোরডডল বলেছেন:



Excuse me ! you can’t say it because I’m tall too. X((
বুঝতে হবে এই প্রবাদটা যে শুরু করেছিলো সে জেলাস
ওই যে বলে আঙ্গুর ফল টক সেরকম
নো রিলেশন বিটুইন হাইট এন্ড ইন্টেলিজেন্স :)





১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৩

আকন বিডি বলেছেন: আপনি বেশ লম্ব এবং বেশ বুদ্ধিমতি বুঝতে পাড়লাম। ;)

আমার ক্ষেত্রে কথাটি সত্য মনে হয়। :`>

১০| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

মিরোরডডল বলেছেন:



আমার ক্ষেত্রে কথাটি সত্য মনে হয়। :`<

এরকম নেগেটিভ ভাবতে হয়না ।
ইউ আর এবসোলিউটলি ওকে ।


১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

আকন বিডি বলেছেন: আমি একটু জটিলতা কম বুঝি বা বুজতে চাই। এটা ঠিক নেগেটিভ কিনা জানি না।

১১| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

মিরোরডডল বলেছেন:



আরে নাহ সেরকম কিছু না ।
ঐযে নিজের সম্পর্কে নেগেটিভ বলা যে বুদ্ধি নেই, পায়ের গোড়ালিতে সেটার কথা বলেছি ।
যদিও জানি ফান করেই বলা হয়েছে ।

জটিলতা কম বোঝাই ভালো ।
জীবন ছোট । হেসে খেলে কাটিয়ে দেয়াই ভালো ।
সব সময় এরকম সহজ সরল থাকা হোক ।


১০ ই অক্টোবর, ২০২০ রাত ৮:০৬

আকন বিডি বলেছেন: আচ্ছা অনেককেই দেখছি না। শের শায়রী, সামু পাগলা, কবিতা ক্থ্য এরা কি আসে না আগের মত?

১২| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৩১

মিরোরডডল বলেছেন:



শায়রী এন্ড অভ জুলাই এসেছিলো । বলেছিলো ব্যক্তিগত কাজে কিছুটা বিজি ।

পাগলা আপু মোর দেন টু উইক্স অফ আছে ।

আর কবিতাপু জব নিয়ে একটু বেশী বিজি । এইতো সেদিনও ছিল লাস্ট উইক ।
নতুন লেখা নিয়ে আসবে আশা করি ।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.