নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকন বিডি

আকন বিডি › বিস্তারিত পোস্টঃ

হাবিজাবি কিছু ছবি ৩

৩০ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:১১

কক্সবাজার এর মাছ


কক্সবাজার এর কাকঁড়া


কক্সবাজার এর ডাব


স্কুইড ভাজা পরিবেশন করা হয় নিউজ পেপার দিয়ে


কাকঁড়া ভাজা পরিবেশন করা হয়েছে আবারো সেই ধরনের নিউজ পেপার দিয়ে


কোড়াল মাছ ভাজা


উপরের সব কিছুই একই মসলা দিয়ে ভাজা হয়েছে, স্বাদ একই রকম, শুধু কোড়ালটা একটু ডিফারেন্ট স্বাদের ছিল।

ঝর্ণা! ঝর্ণা! সুন্দরী ঝর্ণা!
তরলিত চন্দ্রিকা! চন্দন-বর্ণা!
অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে,
গিরি-মল্লিকা দোলে কুন্তলে কর্ণে,
তনু ভরি' যৌবন, তাপসী অপর্ণা!
ঝর্ণা ------- সত্যেন্দ্রনাথ দত্ত


সেই দূরে আকাশ আর সমুদ্র মিলে একাকার


কূলে আছরে পরা ঢেউ


সমুদ্রের পাড়ে কিছু কংক্রিট


নারিকেল গাছের পাতার ফাঁকে সূর্য


ঢেউহীন সমুদ্র



রেজু খাল সেতু ইনানী যাওয়ার পথে পরে


বদি যখন এমপি ছিল


মোটা বাশঁ দিয়ে বানানো টব


আগে এখানে রোগীরা অপেক্ষা করত চর্ম রোগের ডাক্তারের জন্য, সেটা এখন বঙ্গবন্ধু কর্ণার


এত গুনে গুনান্নিত প্রম কখনো কোন রাষ্ট্র পায় নাই বলে মনে হয়

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৩০

রোকনুজ্জামান খান বলেছেন: কিচু সময়ের জন্য হলেও উপভোগটা ছিল সুন্দর। ভালো লাগা রইলো।

৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:১৭

আকন বিডি বলেছেন: ধন্যবাদ

২| ৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৩

আমি সাজিদ বলেছেন: বেশ

৩| ৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৩

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর। ভালো লাগলো।

৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:১৭

আকন বিডি বলেছেন: ধন্যবাদ

৪| ৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: শেষের ছবিটা দেখে মেজাজ খারাপ হয়েছে।

৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:১৯

আকন বিডি বলেছেন: এটা একটি লীগের ডায়েরীর পাতা থেকে তোলা। খারাপের কিছু নাই। মেজাজ খারাপ করার কিছু নাই।

৫| ৩০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো ভালো অনেক অনেক ছবি।

৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২১

আকন বিডি বলেছেন: ভাই আপনি যে ছবি দেন তার তুলনায় এগুলো কিছুই না। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ৩০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৮

কবিতা পড়ার প্রহর বলেছেন: ছবিগুলি সুন্দর!

খানাগুলি মনে হচ্ছে স্বাদহীন...

৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২২

আকন বিডি বলেছেন: স্বাদ ছিল। কিন্তু একই মসলা দিয়ে রান্না যার কারণে কাছাকাছি স্বাদ। ধন্যবাদ।

৭| ৩০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা রাজনীতিতে আসার পথ কিভাবে তৈরি হয়েছিলো?

৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৩

আকন বিডি বলেছেন: শূণ্য স্থান পূরনের জন্য তার আগমন।

৮| ৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪২

মিরোরডডল বলেছেন:

নারকেল গাছ, সাগর আর সূর্য এই ছবিটা খুব সুন্দর ।

৩১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৪

আকন বিডি বলেছেন: যাক একটা ছবি ভালো লেগেছে শুকরান

৯| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪০

মা.হাসান বলেছেন: হাবিজাবি খাবারের উপরে আপনার আগ্রহ ভালোই। ব্যাঙ দেখলাম না কেনো?

বদি সাহেবের নাম সহ ফলকের ছবি দেখে মনটা একটু খারাপ হয়েছিলো। গুনি লোক, মনোনয়ন পেলেন না। পরে ভাবলাম দিন আবার আসবে।

ঐ এলাকায় সব লোকের চর্মরোগ ভালো হয়ে গেলো। সুফী লোকদের নামেরও বরকত আছে এটা প্রমানিত সত্য।

৩১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৮

আকন বিডি বলেছেন: হাবিজাবি খাবার এ মজা অনেক। ব্যাঙ খাওয়ার ইচ্ছা নাই।
উনি পান নাই তো কি হয়েছে মিসেস বদিতো এমপি হয়েছে। এতে আরো খুশি হওয়ার কথা।
গুনি লোকেরওতো হতে পারে? যার কারণে.................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.