নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

সাধনা ।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৭

রাসুল (সাঃ) হেরা গুহায় প্রতি বছর রমজান মাস ধ্যান করেছেন । আবার অন্য সময় বাড়ী থেকে সকল কাজ করেছেন । তখনও কাজের মাঝে ধ্যান করেছেন । যেমন- মাওলানা রুমি তার মসনবীতে লিখেছেন যে- আধ্যাতিক লোকগন বেহুশের মত থাকে এবং আল্লাহতে নিমগ্ন থেকেও সব স্বাভাবিক কাজ করেন ।
৲৲৲৲৲ স্বাভাবিক থাকার সময় যদি কোন সাধকের থেকে পাপ প্রকাশ পায় , তা কয়েকটি কারনে হয়ে থাকে । যেমন-
৹৹ তাগুতের সাথে কৌশল, যেন সে নিহত না হয় ।
৹৹ অভিজ্ঞতার জন্য, যা সকল মানুষকে পাপ থেকে রক্ষা করে ।
৹৹ তার পাপের কারনে পাপ সত্তাগুলো
স্হির থাকে , তা না হলে সমস্ত দুনিয়া কাপতে থাকত ।
৲৲৲৲৲তবে ভন্ডদের সাথে তাদের পার্থক্য হলো- ভন্ডরা অর্থলোভী ও মানবাধিকার লংঘন করে , অন্যদিকে সত্য অলীগন তা করে না ।
( ডাঃ আকন্দ ) ।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.