| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ইকবাল , মহাকবি আল্লামা ইকবাল,
তিনি বলেছেন একজন ইনসানে কামিল ব্যাতীত 
এই জমীনে শান্তি আসবে না । হে মানব সম্প্রদায় 
সম্ভবত সেই মহান সত্তা পৃথিবীতে অবতরন 
করেছেন । যিনি প্রাথর্না করেন , হে আমার প্রভূ 
আমার নূরকে তীব্র এবং গতিশীল কর যেন 
আমি সকল বাহ্যিক ধামীর্কের আবরন উন্মুক্ত 
করতে পারি এবং অপরাধীরা যেন অপরাধের চিন্তা করতেও 
ভয় পায় । যাতে করে সততা ও ন্যায়ের সবোর্চ্চ্য শাসন প্রতিষ্ঠা পায় । 
সমস্ত জমীনব্যাপী । 
মহাকবি ইকবাল আরো বলেছেন যে, প্রকৃত মুসলমানদের 
সন্মান প্রিতষ্ঠায় একটি রুহুই যথেষ্ঠ । সেই 
মহান রুহু সম্ভবত তোমাদের নিকটবর্তী । 
যিনি সকল বাতিলপন্থীদের পৃথক করবেন 
মিশ্রিত সত্যপন্থীদের থেকে । যাতে সত্যপন্থীগন 
আল্লাহপ্রেমের অনলে পুড়তে পুড়তে মৃত্যুকে 
আলিংগন করতে পারেন কয়েক শতাব্দীর জন্য । 
আর, তার আলো শেষ দিবস পযর্ন্ত বিচ্ছুরিত হবেই । যেমন, 
মাওলানা রুমির মসনবী হতে বিচ্ছুরিত হয় । 
হে মানব সম্প্রদায় তোমরা তাকে খোঁজ কর 
যদি প্রকৃত সত্য ও ন্যায় বুঝতে চাও । 
হে প্রভূ কবুল কর এবং দয়া কর । 
                                       ( ডাঃ আকন্দ  )  ।
 
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৬  রাত ২:৩৪
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল পড়ে।শুভেচ্ছা