নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

প্রার্থনা (২য় পর্ব)

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭

আল্লাহর কসম আমি পরিপূর্ণ সক্ষম
এমনসব জ্ঞানের ব্যাখ্যা প্রদান করিতে যা তোমরা কল্পনা
করতেও সক্ষম নও । আমাকেই দেওয়া হয়েছে প্রভূত কল্যাণ তথা জ্ঞান ।

রাজনীতিতে আল্লাহই উত্তম না তোমরা ? অবশ্যই আল্লাহ । অতএব আমি
পরিপূর্ণ ভরসা করিব একমাত্র আমার মহান আল্লাহর উপর ।
যিনি অনুগ্রহ করে আমাকে তাঁহার
অনেক নিদশর্ন প্রত্যক্ষ করান । আর যদি তোমরা উহা প্রত্যক্ষ
করিতে চাও , তাহলে অপেক্ষা কর , আমিও তোমাদের
সাথে অপেক্ষা করিতেছি । নিশ্চই মহান আল্লাহ
আমার উপর মহাঅনুগ্রহশীল ।

হে আল্লাহ এমন এক সম্প্রদায়ের (সমস্ত বিশ্বের) জন্য তোমার নিকট
হেদায়েত চাচ্ছি , যাহাদের কোন বোধজ্ঞান নাই
তারা তো মন যাহা চায় তাই করে , অথচ তৃপ্তির বদলে আকাংখা
আরো তীব্র হয় । নিশ্চই তুমি যাকে ইচ্ছা শাস্তি দাও এবং যাকে ইচ্ছা
হেদায়েত দাও । নিশ্চই তুমি ক্ষমাপরায়ন এবং
শাস্তিদানে তীব্র কঠোর ।

আর তোমরা কিভাবে বোধসম্পন্ন হবে , অথচ তোমরা
যা ইবাদত কর , তা সবই লোককে ভয় করে এবং আল্লাহকে ভয় করে নয় ,
তোমাদের ভীষণ ভয় করা উচিত । কারন তোমরা সুস্পষ্ট শিরক করছ ।
হে আল্লাহ ইহাদেরকে হেদায়েত কর , এক মহান হৃদয়ের অসিলায়
তুমিই তো একমাত্র হদায়েতের মালিক ।


( ডাঃ আকন্দ ) ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.