নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিনটি বিষয় যার মাঝে আছে , সে সত্য পাবেই ,
হালাল রিজিক , মানবাধিকার এবং সত্যের অন্বেষণ ।
পূর্ণ মুমিনগন এই তিনটি বিষয় জন্ম থেকেই পেয়ে থাকেন ,
যা নবী-রাসুলগনেরও স্বভাব । নবী-রাসুলগন ছোটবেলা থেকেই
হালাল রিজিকের প্রতি এত গুরুত্ব দেন যে , না খেয়ে থাকবেন
কিন্তু হারাম খাবেন না । যদিও অল্প বয়সের কারনে কোন
কোন সময় বাধ্য হন , আর এটাও সন্দেহজনক বিষয় ।
ভন্ডরা ছোটবেলা থেকেই হারাম খাওয়া অভ্যাস করে এবং
লোকদেখানো ধামির্ক হয় । অন্যদিকে সিদ্দিকগন হালাল
রিজিককে অধিক গুরুত্ব দেন , তারপর গুরুত্ব দেন মানবাধিকার
বিষয়ে । অন্যায়ভাবে কারো অধিকার নষ্ট করেন না ।
সবচাইতে বেশী গুরুত্ব দেন সত্যান্বষণে , সত্য বিষয়ে
নিশ্চিত না হওয়া পযর্ন্ত পূর্ণ ধামির্ক হন না ।
যেমন – খাজা মঈনুদ্দিন চিশতী (রঃ) বলেছেন যে ,
মানুষের জন্য প্রথম ফরজ হচ্ছে আল্লাহকে চিনা ।
অতএব হে মানব সম্প্রদায় তোমরা হালাল রিজিককে
অধিক গুরুত্ব দাও । অতঃপর গুরুত্ব দাও মানবাধিকার ও
সত্যের অন্বেষণে । মানুষের সাথে অহংকার করাও
মানবাধিকারের লংঘন , এভাবে লোভ হিংসাও মানবাধিকারের
চরম লংঘন । সত্য অলীদেরকে ভালবাস , আর তাদের
অসীলায় মহান আল্লাহর নিকট হেদায়েত চাও ।
( ডাঃ আকন্দ ) ।
©somewhere in net ltd.