নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

হালাল রিজিক (২য় র্পব)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

হালাল রিজিক কত গুরুত্বপূর্ণ তাহলে শোন কিছু কাহিনী
হযরত ইবরাহীম ইবনে আদহাম ছিলেন বাদশাহ পরে তিনি
দরবেশ হন । তিনি কারো দানে রিজিক নিবার্হ করতেন না ।
নিজে কাঠ কেটে সপ্তাহে ১ দিন বিক্রি করে কিছু খাদ্য ক্রয়
করতেন , তার থেকে আবার কিছু দান করে দিতেন , তাছাড়া
বাকী সময় ইবাদতে নিমগ্ন থাকতেন । যখন তিনি পীর-মুরীদি
শুরু করেন তখন তিনি নিজের এবং মুরীদের খাবার সংগ্রহের জন্য
বনে কাঠ কাটতেন এবং তা বিক্রী করে খাবার কিনতেন , নিজেই
রান্না করতেন এবং সবাই মিলে খেতেন । এই হলো পীরের
আদর্শ । বতর্মানে পীরেদের খোদা হলো টাকা ।


বড়পীর আঃ কাদের জিলানী (রঃ) যখন পীর-মুরীদি শুরু
করেন , তখন তিনি নিজেই হাল চাষ করতেন , তিনি
এমন মনযোগের সহিত চাষাবাদ করতেন যে , কেউ
হয়ত দূর থেকে ধারনা করে ফেলবে যে, তিনি দুনিয়াদার ।
তিনি ইচ্ছে করলে মুরীদের নিকট থেকে সবকিছু নিতে
পারতেন, কিন্তু আল্লাহর ভয়ে তা করতেন না । আর
বতর্মানে ভন্ডরা বাড়ি-গাড়ি ও কোটি কোটি টাকার মালিক
হচ্ছে মুরীদের টাকায় । যার বেশীরভাগ টাকাই সুদ-ঘুষের ।
এদের নামায রোজা কিছুই কবুল হবে না ।


এবার শোন সবর্কালের সবশ্রেষ্ঠ পীর মুহাম্মদ (সাঃ) এর
কাহীনি । তাহার মত হালাল রিজিক কেউ গ্রহন করেনি, আর
কেউ গ্রহন করবেও না । তিনি শ্রমিকের কাজ করেছেন
সাহাবীগন থাকা সত্বেও , যদি তিনি সাহাবীদেরকে বলতেন
যে, আমাকে খাবার দাও তাহলে তারা নিজের
কলিজা কেটে দিতেন খাওয়ার জন্য । হায় আফসোস
ভন্ডপীরদের জন্য , যারা ঘরে প্রচুর পরিমানে খাবার
থাকা সত্বেও মুরীদের নিকট থেকে টাকা নিয়ে গাড়ী-বাড়ী
ব্যাংক ব্যালেন্স করছে । ব্যাবসা করছে । অতএব এরাই সৃষ্টির
সবচাইতে নিকৃষ্ট । তাছাড়া শরীয়তের আলেম যারা , তারা
শীতকালীন ওয়াজ ব্যাবসা করে লক্ষপতি হচ্ছে ।
সুদ ঘুষের টাকা নিয়ে তাদেরকে উৎসাহ দিচ্ছে ।
সত্যি অর্থে এরা জান্নাতের গন্ধও পাবে না ।


রাসুল (সাঃ) কূপ থেকে পানি উঠানোর কাজ করছিলেন
পরে হঠাৎ বালতি পরে যায় কূপে , এজন্য মালিক
রাসুল (সাঃ) কে থাপ্পর মারে । অতঃপর রাসুল (সাঃ) হাত
দিয়ে সে বালতি তুলে দেন । এটা দেখে সে অনুতপ্ত হয় ,
আরও লম্বা কাহীনি । তাহলে চিন্তা
করে দেখ , নবী-রাসুলগন কত কষ্ট করেছেন ,
থাপ্পড় পযর্ন্ত খেয়েছেন , রশি ছিড়েছে তাও আল্লাহ
হতে দিয়েছেন । জান্নাতে যেতে চাইলে এমন
কষ্টের জন্যে প্রস্তুতি নাও , তবেই মুক্তি ।

( ডাঃ আকন্দ ) ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.