| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
স্মৃতিগুলি রোমন্থিত
তথাপি নব নব লোমহর্ষিত
সমান্তরাল কোন ঘটনায়।
-------------------------------------------
প্রথমদিকে ইহা নিত্য ছিল
কয়েক বছর পর আজ
সমান্তরাল কোন ঘটনায়
লোমহর্ষিত হয় মন
সাথে দেহ।
------------------------------------------------
কারন মন অনিয়ন্ত্রিত, 
মিলিত কোন ঘটনাপ্রবাহেই
স্মৃতিগুলি রোমন্থিত হতে থাকে
যতক্ষণ না জীবন প্রদীপ
নিভে যায়।
--------------------------------------------------
লোমহর্ষিত অনুভূতিগুলি
দেহ মনকে অপমানিত করে
চরম মাত্রায়।
বিশেষত
ভেংগে যাওয়া ভালবাসায়।
(  ডাঃ আকন্দ)।
২| 
০৫ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:৩৮
কুঁড়ের_বাদশা বলেছেন: 
হা হা হা , ভালবাসার একি দশা । ![]()
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৭  দুপুর ১:৩৪
চাঁদগাজী বলেছেন:
কিছু বলতে চাচ্চেন?