নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারা কি লক্ষ্য করে না
একটি হৃদয়কে
যিনি বর্ণনা করেন
জ্ঞান
ন্যায়দণ্ডের ।
----------------------------
অতঃপর
তাহার সমকক্ষ
কেউ নেই
জ্ঞান বর্ণনাকারী
ন্যায়দণ্ডের ।
--------------------------------
তবুও কি তোমরা
বোধসম্পন্ন
ব্যাক্তি হবে না ।
যদিও তোমরা
ইতিপূর্বে ছিলে
অজ্ঞদের
অন্তর্ভূক্ত ।
--------------------------------
তিনি অবশ্যই
জ্ঞান রাখেন
সময়ের
এবং
সিদ্ধান্তের
ধর্মের সাথে বর্তমানের ।
---------------------------------------
এবং
তাকে অতিক্রমের
ক্ষমতা রাখেনা
কোন সত্তাই
বর্তমানের ।
--------------------------------
ব্যাতীত আল্লাহ ।
----------------------------------
অতঃপর
কোন পথ নেই
তাহার আনুগত্য ব্যাতীত ।
যদি
তোমরা তা
বুঝতে সক্ষম হও ।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৪
ল বলেছেন: প্রগ্রেসিভ জাতিকে কে বুঝাবে
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫
খায়রুল আহসান বলেছেন: "যদি তোমরা তা বুঝতে সক্ষম হও" - আল্লাহ রাব্বুল 'আ-লামীন আমাদের সবাইকে তা বুঝার শক্তি ও জ্ঞান দিন এবং না-বুঝার গাফেলী থেকে সুরক্ষা করুন!
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: তারা বুঝবেনা বোঝেনা যতক্ষননা
মৃত্যুর প্রতিনিধি সম্মূখে দন্ডায়মান দেখে
অত:পর সেই দর্শন কোন কাজেই আসেনা!
আক্ষেপে এক পল সময় ভিক্ষা করে
কিন্তু আরতো সময় দেয়া হবেনা।
তোমার বিশ্বাস তোমার কোন কাজেই আসলোনা
এখন স্বাদ গ্রহণ করো মৃত্যুর এবং ভৌগ করো তোমার কৃতর্মের ফল।
ভাল লাগল।
+++
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: নাস্তিকেরা কিচ্ছু মানে না। তারা তো বেশ ভালোই আছে।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৩
বিজন রয় বলেছেন: জ্ঞানের কবিতা।
+++
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তারা কি লক্ষ্য করে না
একটি হৃদয়কে
যিনি বর্ণনা করেন
জ্ঞান
ন্যায়দণ্ডের ।
.................................................................................
অত্যন্ত ন্যায্য কথা , কিন্ত পালন করে কজনা ???
...................................................................................