নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরং
কিছু সময় পূর্বেও
তোমরা ছিলে অজ্ঞদের অন্তর্ভূক্ত
অতঃপর
মহান আল্লাহ
ইলহাম করলেন
জ্ঞান
এক হৃদয়ের উপর ।
ফলশ্রুতিতে
বিশ্বময় উদ্ভাসিত হলো
তাহার জ্ঞান আলোতে ।
--------------------------------------------
তারপরও তোমরা
তাহার সাথে
লিপ্ত হও
বিতর্কে ,
কি নিকৃষ্ট
এবং
অকৃতজ্ঞ জাতি
তোমরা ।
---------------------------------------
অতঃপর
তোমরা শীঘ্রই
জানিতে পারিবে
কে অন্ধকারে
এবং
কে আলোতে ।
---------------------------------------------
কছম আল্লাহর
এবং
ইনশাআল্লাহ ,
তিনি
সকল বিষয়ের
সংস্কার করবেন
পরিমিতভাবে
যা
উপলব্ধি করবেন
পূর্ণভাবে
জ্ঞানীগন
এবং মূর্খরাও
সংক্ষিপ্তভাবে ।
--------------------------------------------
ইহা ঘটবেই
এবং কখনোই
ইহার ব্যাত্যয় ঘটবে না ।
--------------------------------------------------
তোমরা কি জান ?
জ্ঞানী কাহারা ?
আর
জ্ঞানী হলো তাহরা
যাহারা
কুরঅানের
আধ্যাত্মিক অর্থ জানেন ।
যেমন -
কুরআনের ২৭ নম্বর সূরা
আন - নামল এর ৪০ নম্বর
আয়াতের তাফসীর
পড় ।
২| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।।। ভালো লাগলো
৩| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৫
সাহিনুর বলেছেন: কবিতা টি পরে খুবই পবিত্র মনে হলো । শান্তি পেলাম ।