নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

তরিকা কঠিন হওয়ার কারণ

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

সত্যিকারের তরিকাসমূহ কেউ ইচ্ছা করে তৈরি করেনি , বরং মহান আল্লাহ স্বয়ং নিজ কুদরতি হাতে তৈরি করেছেন , এতে কোনই সন্দেহ নেই । এর সত্যতা জানতে হলে উন্মুক্ত মন নিয়ে এমনকি ১০ বছর পর্যন্ত নিজ দেশে সত্যিকারের সুফির খোঁজ করতে হবে । অতঃপর ভাগ্য চরম মন্দ না হলে ইনশাআল্লাহ অবশ্যই সত্যিকারের সুফির খোঁজ পাবে অথবা সত্যিকারের সুফিদের কোন বই খোঁজে পাবে । তারপর ঐ মহান সুফি অথবা ঐ মহান বইয়ের উসিলায় কমপক্ষে ১০ বছর কঠোর সাধনা করলে বুঝতে পারবে যে , সত্যিকারের কোন তরিকা কেউ ইচ্ছা করে তৈরি করেনি , বরং মহান আল্লাহ স্বয়ং নিজ কুদরতি হাতে তৈরি করেছেন ।

এখন আসি তরিকাসমূহ এত কঠিন কেন , এটা লম্বা আলোচনা , সংক্ষেপে একটি উদাহারণের মাধ্যমে বলছি - ধরুন আপনি কোন ফসলি ক্ষেতে কোন একটা ফসল বুনেছেন , এখন সেখানে প্রচুর আগাছা উঠার সম্ভাবনা আছে তাহলে আপনি কি করবেন , আপনি কি আগাছাগুলি যত্ন করে বড় করবেন , নাকি ধ্বংস করবেন ? আপনার যদি সামান্য বুদ্ধি থাকে তাহলে আপনি ফসল বুনার পূর্বেই আগাছা দমনের ব্যাবস্থা নিবেন এবং যদিও দেরি করেন , তবে আগাছা হওয়ার পর সেটা সমূলে উৎপাটনের চেষ্টা করবেন । এটাই জ্ঞানীদের কাজ । কোন সন্দেহ নাই ।

তারপর আসুন ক্ষতিকর প্রাণী বা উপকারী প্রাণীর হাত থেকে কিভাবে আপনার ফসল বাঁচাবেন - এজন্য আপনি দুইভাবে পরিকল্পনা করবেন , ক্ষতিকর প্রাণীদের হত্যা করবেন এবং উপকারী প্রাণীদের বাঁধা দিবেন শক্তিশালী বেড়ার দ্বারা , আর এটাই বুদ্ধিমানদের কাজ । তাহলে একবার অনুমান করুন মহান আল্লাহ কত বড় বুদ্ধিমান । তাঁর পক্ষে এমন একটি নৈকট্যশীল পথের জন্যে কতটুকু নিরাপত্তা চিন্তা করতে পারেন । এটা কারো কল্পনা করাও দুঃসাধ্য ব্যাপার ।

এবার আসুন উপরোল্লিখিত উদাহরণের কিছু অর্থ জেনে নিই - ফসল হলো তরিকা , উৎপাদিত শষ্য বা ফল হলো মহান আল্লাহর মারিফত । আগাছা হলো মূর্খ লোক , ক্ষতিকর প্রাণী হলো কাফির মুশরিক , আর উপকারী প্রাণী হলো শুধুমাত্র শরিয়তে বিশ্বাসী আলিমগন ।

( অবশ্যই উপরোল্লিখিত হিকমত মহান আল্লাহ আমাকেই শিক্ষা দেন , কিন্তু অধিকাংশ মানুষ এটা উপলব্ধি করতে পারে না ) ।





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:২৯

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম,সেই সাথে একটা অজানা বিষয়ে জানলাম।ধন্যবাদ আপনাকে।

২| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫

খায়রুল আহসান বলেছেন: লেখাটা রিপীট হয়ে গেছে। সম্পাদনা করে নেবেন।
এ বিষয়ে কিছু বলার মত পর্যাপ্ত জ্ঞান আমার নেই। যাদের আচে, তারা হয়তো কিছু বলবেন।

৩| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১

আকবার বলেছেন: ''এর সত্যতা জানতে হলে উন্মুক্ত মন নিয়ে এমনকি ১০ বছর পর্যন্ত নিজ দেশে সত্যিকারের সুফির খোঁজ করতে হবে ।''

এই সময় ফ্রেম কি আপনার নিজস্ব ধারনা প্রসূত ???

৪| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: রাজনীতিতে কিছু নতুন মুখ।
নায়িকা, গায়িকা, খেলোয়াড় এবং অভিনেত্রী/অভিনেতা।
ভালো কিছু আশা করছি, ভাই। আমরা সবাই আশাবাদী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.