নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

ইয়েমেন যুদ্ধ

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৫


খুবই নিকটবর্তী
এবং
দ্রুততার সাথে
নিকটবর্তী ,
সেই
কাংখিত সময় ।

-------------------------------------
যখন
এক আহ্বানকারী
আহ্বান করবেন
সত্যের দিকে
এবং
জনমত সৃষ্টি করবেন
সকল মিথ্যার বিরুদ্ধে
প্রবল প্রতাপের সাথে ।

-------------------------------------------
আর তিনি
মহান প্রতিপালকের
মহান প্রতিনিধি ।
তাহার তীব্র
নূর
আলোকিত করবেই
মহাবিশ্ব ,
এবং
এতে সন্দেহের কোন অবকাশ নেই ।

---------------------------------------------------
যদিও
সকল
শয়তানের প্রভূরা
রাষ্ট্রীয় ক্ষমতায়
আসীন ,
তদুপরি ও
কি
তোমরা
মহান এক আহ্বানকারীর
আহ্বানে
সাড়া দিবে না ?

------------------------------------------------
আফসোস
তাদের জন্য
যাহারা
ঘরে বসে থাকাকে
পছন্দ করবে
এবং
এটা তাদের
পরকাল
ধ্বংস করবে
পূর্ণরূপে ।

---------------------------------------------
আর
এই সময়ের
প্রায় সকল
যুদ্ধই
মিথ্যার উপর
প্রতিষ্ঠিত ।
যেমন -
ইয়েমেন
যুদ্ধ ।

-------------------------------------------------
অতঃপর
সর্ব্বোচ্চ
এবং
পরিপূর্ণ
মারেফাত হলো
আমার
মহান
আল্লাহ
সকল সৃষ্টির কল্যাণকামী
এবং
তিনি সকল সৃষ্টির
কল্যাণ
করবেন ।
কোনই
সন্দেহ নাই ।

-------------------------------------------------
তবে
কেন
ইয়েমেনের
শিশুরা
মৃত্যুবরণ
করবে
ক্ষুধাযন্ত্রনায়
অস্থিচর্মসার
হয়ে ?

( ডাঃ আকন্দ ) ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২৫

রাজীব নুর বলেছেন: মানুষ কি পরিমান নির্বোধ হলে এই আধুনিক যুগে এসেও যুদ্ধ করে!
মানুষ না সৃষ্টির সেরা জীব?

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


আপনি কি কবিতায় হাত আনতে চাচ্ছেন, নাকি কিছু বক্তব্য আছে।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

নজসু বলেছেন:


যুদ্ধ নয়; শান্তি চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.