নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

আমার স্বপ্নগুলি

১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪২


হে মহান আল্লাহ আমি আপনার প্রতি যেরূপ ধারণা পোষণ করি , আশা রাখি আপনি আমার সাথে তদানুরুপ ব্যাবহারই করবেন এবং অবশ্যই করবেন । আর অবশ্যই আপনি মহাদয়াময় এবং মুমিনদের প্রতি অধিক পরিমাণে দয়াশীল ।

প্রিয় বন্ধুরা আমার স্বপ্নগুলো পরকালের সাথে মিশ্রিত এবং স্বপ্নগুলি হচ্ছে -

আমি ৪২ বছর বয়সে দাড়ি রাখব , অর্থাৎ ৪২ এর পর আর দাড়ি কাটব না ( সুন্নত পরিমান রাখব ) । আর তার সাথে প্যান্ট টাখনুর উপর পড়ব । যদিও এখন টাখনুর নিচে পড়ি ।

৫০ বছর বয়সের পর শার্ট প্যান্ট ছেড়ে দিয়ে পায়জামা পাঞ্জাবি এবং টুপি পড়ব , অর্থাৎ ৫০ এর পর আর শার্ট প্যান্ট পড়ব না ।

৪৫ বছর বয়স থেকে ইসলামী সভায় বয়ান করবো , কিন্তু কোনও টাকা পয়সা নেব না , এমনকি গাড়ি ভাড়াও নেব না । সপ্তাহে একটির বেশী সভায় যাব না , কারণ সপ্তাহের অন্য ৬দিন হালাল রিজিক সন্ধান করব এবং গাড়িভাড়া যোগাড় করব । তাছাড়া সভায় যেয়ে নিজের খাবার নিজের খরচেই চালানোর সম্ভাবনা অনেক বেশি । মাসে একবার অথবা বছরে এক - দুইবার দূরবর্তী জায়গায় সভা করব এবং সেখানেও কোন টাকা পয়সা ও গাড়িভাড়া নেব না , এমনকি খাবারটাও নিজের খরচে চালানোর সম্ভাবনা অনেক বেশি ।

৫০ এর পর পীর মুরিদী করব , কিন্তু কখনোই মুরিদের নিকট থেকে কোন টাকা পয়সা বা উপহার গ্রহন করবো না । সেটা যত ছোটই হউক বা বড়ই হউক ।

ঝাাড় ফুঁক করেও কোনোদিন কোন টাকা পয়সা নিব না ।

রাসুল ( সাঃ ) এর মাজার শরীফ জিয়ারত করার প্রবল ইচ্ছা রয়েছে , যাতে করে রাসুল ( সাঃ ) এর সাথে সাক্ষাত হয় । তাছাড়া পৃথিবীর বড় বড় বুজুর্গদের মাজার জিয়ারতেরও ইচ্ছা আছে ।

মধ্যম মানের বাড়িঘর এবং আসবাবপত্র করার ইচ্ছা আছে , পরিবারের চাহিদার জন্য , আমার জন্য নয় । কারণ আল্লাহওয়ালা লোকগন নিকৃষ্ট দুনিয়ার দিকে ফিরেও তাকায় না ।

তাছাড়া এখন থেকে সারাজীবন লেখালেখি এবং রাজনীতি করে যাব , শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য । আর পেশা হিসেবে ডাক্তারিটাও অত্যন্ত গুরুত্বের সাথে চালিয়ে যাব ।

অতঃপর ৭৩ বছর বয়স পার হওয়ার পর দীদারে হকের জন্য অপেক্ষমান থাকব ইনশাআল্লাহ ।

( ডাঃ আকন্দ ) ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১২

মেমননীয় বলেছেন: মহাণ আল্লাহ তালা আপনাকে এই প্ল্যান বা স্বপ্ন মাফিক সময় দিবে এটা কি ভাবে নিশ্চিত হলেন?
আপনার ঈমানে সমস্যা আছে, সেটা আগে ঠিক করুন!

২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৫

নজসু বলেছেন:



পীর মুরিদ এসব ঠিক না।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: নিয়ম করে পরিকল্পনা করে ধর্ম মানতে হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.