নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

সুফিবাদের উপলব্ধি

০৭ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫১

হে নিকৃষ্ট
অবশ্যই তুমি চরম দূর্ভাগা
কারণ ,
তুমি দলিল খুঁজেছো
এবং সুফিদের গালাগাল করেছো
অতি মাত্রায় ,
অথচ তোমার উচিত ছিলো
সামান্য দলিলে সন্তুষ্ট থাকা
এবং সুফিদের শ্রদ্ধা করা ।
--------------------------------------------------------

বুজুর্গানে দ্বীন
প্রত্যেকেই
একেকজন
সর্বোত্তম চরিত্রের অধিকারী
এবং সর্বশ্রেষ্ঠ আমলকারী ।
আর কখনোই তুমি পাবে না
তোমার দলে , তাদের অনুরূপ
একজন আদর্শ ।
------------------------------------------------------

কছম আল্লাহর
অবশ্যই তোমরা
পূর্ণমাত্রায় অন্ধ এবং বধির
এবং তোমাদের হৃদয়সমূহ
পূর্ণমাত্রায় আচ্ছাদিত ,
অতঃপর যদি
ইহার অন্যথা হইতো
তাহলে তোমরা চাক্ষুষ দেখিতে পাইতে
যে ,
বুজুর্গানে দ্বীনের প্রতিটি কাজ
কোরান হাদিস দ্বারা প্রমাণিত
এবং সন্দেহাতীতভাবে প্রমাণিত ।
------------------------------------------------------

হে ভাগ্যহত
হে অন্ধ ও বধির
হে আচ্ছাদিত হৃদয়
যদি তোমার ভাগ্য ভালো হতো
তাহলে অবশ্যই তুমি দেখতে পাইতে
কোরান হাদিসের প্রতিটি পংক্তিমালায়
সুফিদের প্রতিটি কাজের দলিল ।
-------------------------------------------------------

হে ভাগ্যহত
তুমি দেখাও
একজন সুফির মতো আদর্শবান
নীতিবান , আমলকারী
এবং উত্তম চরিত্রবান ,
তোমাদের দলে ।
কছম জাতে পাকের
কখনোই পাবে না
তোমাদের দলে কাউকে
সুফিদের মতো আদর্শবান
এবং ইহা আবশ্যম্ভাবী সত্য ।
-----------------------------------------------------

আমি উন্মুক্ত চ্যালেঞ্জ করছি -
একজন উচ্চ শ্রেণীর সুফির মতো আদর্শবান
এবং আমলকারী বানাও
তোমাদের দলে ,
অতঃপর যদি না পারো
তাহলে সুফিদের আনুগত্য করো
পূর্ণমাত্রায়
এবং জান্নাতে চলে যাও
মহান আল্লাহর ইচ্ছায় ।



( ডাঃ আকন্দ ) ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৯

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.