| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
হে বিশ্ব সম্প্রদায় 
এক আহ্বানকারী উপস্থিত    
এবং তিনি খিযির আঃ কে দেখেছেন 
চাক্ষুষ প্রত্যয়ে , 
আর তিনি কিছু বাণী প্রাপ্ত হয়েছেন 
খিযির থেকে , 
অতঃপর সে বাণী   
তাকে সৎপথে পরিচালিত করে থাকে 
সর্বাবস্থায় ।       
--------------------------------------------------------
সম্ভবত তিনি সুফিবাদ ইসলামে 
একটি উপশাখা তৈরি করবেন 
এবং এটা নিশ্চিতভাবেই সত্য উপশাখা , 
আর এটা এজন্য যে , 
তিনি ব্যাপকভাবে ইজতেহাদ করবেন 
এবং ব্যাপকভাবে ইসলামের সংস্কার করবেন । 
কারণ তিনি একজন 
পরিপূর্ণ সংস্কারক । 
---------------------------------------------------------
হে বিশ্ব সম্প্রদায় 
মানুষ কি এখন একেবারেই দূর্বল নয় ? 
তবে কেন পূর্ণ আমল ? 
কছম আল্লাহর 
আমি অবশ্যই ইজতেহাদ করবো 
এবং আমলকে সংক্ষিপ্ত করবো 
পাঁচ স্তম্ভ ব্যাতীত , 
কারণ , কিয়ামত পর্যন্ত 
পাঁচ স্তম্ভে হাত দেওয়া যাবে না । 
------------------------------------------------------
অতঃপর নফল ইবাদতকে সর্বোচ্চ উচ্চতায় 
নিয়ে যাবো 
যেনো সর্বদা নফল ইবাদত করা যায় । 
-----------------------------------------------------
প্রিয় বিশ্ববাসী 
গত শতাব্দী থেকে 
সভ্যতা নতুনদিকে মোড় নিয়েছে , 
অতঃপর মহান আল্লাহ 
ইসলামকে সহজ করে দিয়েছেন 
যা মহান ইকবাল 
শুরু করেছেন । 
----------------------------------------------------
হে বিশ্ব সম্প্রদায় 
আমার মূলনীতি হলো 
সুরা আনফালের ৬৫ , ৬৬ আয়াত 
এবং মেশকাতের ১৬৯ নম্বর হাদিস  
যা তিরমিযী শরীফেও বর্ণিত আছে । 
অতএব , 
হে বিশ্ববাসী  
আমার আনুগত্য করো । 
(  ডাঃ আকন্দ  )            ।    
                  
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১১:১৬
রাজীব নুর বলেছেন: হে বিশ্ববাসী তোমাদের আসল ধর্ম হোক মানবতা।