| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
প্রিয় বৎস 
আল্লামা ইকবাল কি বলেননি যে , 
বিদ্যার চাইতে প্রেম বড়ো 
তাহলে কেনো বিদ্বান হওয়ার জন্য উদগ্রীব হচ্ছো 
বরং তুমি প্রেমিক হওয়ার জন্য উদগ্রীব হও 
আর তাহলেই তুমি সত্যের নিকটবর্তী হতে পারবে,  
--------------------------------------------------------
প্রিয় বৎস
ইমাম মুসলিম সর্বদা 
ইমাম বুখারীর পদচুম্বন করার জন্য 
উদগ্রীব থাকতেন 
কিন্তু বুখারী বলতেন 
হে বৎস পদচুম্বন করতে নিষেধ করেছেন 
মুহাম্মাদ সাঃ 
আর তাতেই ক্ষান্ত হতেন 
ইমাম মুসলিম । 
আর এটাই হচ্ছে প্রেম । 
-------------------------------------------------------
প্রিয় বৎস 
তুমি তো নাস্তিকদের মতো 
ধারণা পোষণ করছো , 
যে , 
মুহাম্মাদ সাঃ এবং উমরের সম্পর্ক 
ভয় ও স্বার্থযুক্ত , 
কছম আল্লাহর 
মুহাম্মাদ সাঃ এবং উমরের সম্পর্ক ছিলো
অন্যকিছু , 
অতঃপর যদি এই সম্পর্কের মারেফাত
চিনতে পারো 
তাহলে ইসলামকে চিনতে পারবে ।
-------------------------------------------------------
প্রিয় বৎস 
শরিয়তের মোল্লারা 
গাদা গাদা বই পড়ে 
বিদ্বান হয়েছে ঠিকই , 
কিন্তু মুহাম্মাদ এবং উমরের সম্পর্ক 
চিনতে পারে নাই , 
আর তারা পূর্ণ মোনাফেক এবং পূর্ণ মুশরিক 
কারণ তারা পূর্ণ সন্দেহের সাথে 
বলে থাকে - 
উমর মুহাম্মাদকে জীবনের চাইতেও 
বেশি ভালবাসে   
কিন্তু তাদের হৃদয় পূর্ণভাবে সন্দিহান, 
এভাবে উগ্রবাদী এবং জঙ্গিরাও পূর্ণভাবে
সন্দিহান । 
----------------------------------------------------
প্রিয় বৎস 
উমর এবং মুহাম্মাদ 
যদি 
জিহ্বা দিয়ে দশটা কথা বলতেন 
তবে অন্তর দ্বারা লক্ষ লক্ষ কথা বলতেন । 
মুহাম্মাদ সাঃ 
যদি অন্তর দ্বারা   
কোনো আদেশ করতেন 
তাহলে উমর রাঃ তা সাথে সাথে 
পালন করতেন 
এবং উমর রাঃ 
জান্নাতী সুখ অনুভব করতেন । 
আর এটা বুঝার মতো লোক এখন নেই । 
---------------------------------------------------------
প্রিয় বৎস 
মহান আল্লাহর 
সৌন্দর্য প্রকাশ করার 
না আছে কোনো অক্ষর 
এবং 
না আছে কোনো শব্দ 
এটা শুধুই উপলব্ধির বিষয় 
তেমনি প্রেমের ব্যাখ্যা করার 
কোনো ভাষাই তৈরি হয়নি 
শুধু গুণবতী সুন্দরী নারীর প্রতি 
প্রেম দ্বারাই কিছু অনুমান করা যায় 
এবং রাজনৈতিক নেতার সাথে 
কর্মীর প্রেম দ্বারাই কিছু বুঝা যায় ।      
প্রিয় বৎস 
মুহাম্মাদ এবং আল্লাহর প্রেম 
কিংবা মুহাম্মাদ ও উমরের সম্পর্ক 
ব্যাখ্যা করতে ,
সমস্ত সৃষ্টি অক্ষম । 
---------------------------------------------------------
প্রিয় বৎস 
এমন বিষয়ের উত্থাপন করেছি 
যা প্রকাশ করতে 
কলম এবং আঙ্গুল পূর্ণভাবে অক্ষম । 
প্রিয় বৎস 
মুহাম্মাদ সাঃ 
মহাসত্যের প্রেমে পড়েছিলেন 
অতঃপর নারীপ্রেম ছিন্ন করলেন 
এবং মহাপ্রেমে পাগল হয়ে 
হেরা গুহায় পড়ে রইলেন , 
যদিও তিনি ছিলেন 
লেখাপড়াহীন । 
-----------------------------------------------------
অতএব 
হে বৎস 
যদি , প্রেম এবং সত্য বুঝতে চাও 
তবে উন্মত্ত হও 
এবং ধ্যান করো , 
আবার বলছি 
ধ্যান ধ্যান এবং ধ্যান করো , 
তবেই বুঝতে পারবে 
প্রেম কি । 
কলম ও জিহ্বা 
এ বিষয় প্রকাশ করতে 
পুরোপুরি অক্ষম । 
তদুপরিও আহ্বান করতে 
আমি আদিষ্ট হয়েছি । 
--------------------------------------------------------
প্রিয় বৎস 
তাবেয়ীদের পর 
শ্রেষ্ঠ প্রমিকদের একজন ছিলেন 
মাওলানা রুমি রঃ 
যিনি প্রথমে প্রেম করেছেন 
শামছ তিবরীজের সাথে , 
অতঃপর শামছ তিবরীজ 
মহান আল্লাহর সৌন্দর্য প্রকাশ করলেন 
এবং তখনই সমস্ত কিছু ভুলে গেলেন 
মাওলানা রুমি 
ব্যাতীত আল্লাহ । 
এভাবে স্রষ্টার প্রেমে উন্মত্ত হয়েছিলেন 
ওয়ায়েস কারনী , মুনসুর হাল্লাজ , মাযহাবের 
ইমামগন , বড়পীর আঃ কাদের জিলানী রঃ সহ 
অনেকেই  । 
---------------------------------------------------------
প্রিয় বৎস 
কোনো কোনো গর্দভ 
এমনও আছে 
যারা সাহাবী এবং রাসুল সাঃ সম্পর্কে 
সমালোচনা করে , 
আরে গণ্ডমূর্খ 
কিয়ামত পর্যন্ত কিছু সংখ্যক 
এমন আল্লাহর অলী থাকবেন 
যারা সর্বদা আল্লাহর সাথে 
কথোপকথন করবেন এবং সর্বদা 
তাদের উপর ইলহাম ও কাশফ 
নাযিল হতে থাকবে । 
আর সাহাবিদের কোনো ভুলই আল্লাহর 
নির্দেশ ছাড়া হতো না । 
অন্যদিকে রাসুল সাঃ এর ভুল 
সেটাতো পূর্ণ অলীক কল্পনা । 
এটা বুঝতে চাইলে আকাশ জমীন 
এক করে হলেও 
সত্য অলী খুঁজতে থাকো 
এবং তাদের পায়ে জীবনকে সঁপে দাও , 
কারণ তিনি তোমার কষ্ট সহ্যের সীমা জানেন  
কিন্তু ভন্ডরা এই সীমা বুঝে না 
এবং তারা তোমাকে পাগল বানিয়ে দিবে । 
অতএব সাবধান হও 
ভন্ডদের বিষয়ে । 
--------------------------------------------------------
অতএব , বৎস   
আল্লাহ প্রেম বুঝতে চাইলে 
প্রথমে আমার সাথে সম্পর্ক করো 
এবং আমার উছিলায় 
ধ্যান ধ্যান এবং ধ্যান করো 
অতঃপর ধ্যানের মাধ্যমে 
আমার থেকে 
পথনির্দেশ 
পেতে থাকবে ইনশাআল্লাহ 
এবং যদি 
তোমার ভাগ্য ভালো হয় । 
(  ডাঃ আকন্দ  )              ।  
                                                   
২| 
০১ লা এপ্রিল, ২০২০  দুপুর ২:৪৩
রাজীব নুর বলেছেন: বাহ !!!
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০২০  সকাল ৮:৪৩
নেওয়াজ আলি বলেছেন: সুচারু মনোভাবের প্রকাশ, ভালোই ।