নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

উচ্চতর সাহিত্য

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০০

কসম ঐ সত্তার
যার হাতে আমার প্রাণ ,
উচ্চতর সাহিত্যের কিছুই আমি বর্ণনা করিনি ।
অতঃপর
যখন আমি
উচ্চতর সাহিত্য বর্ণনা করবো ,
ফলে
তোমাদের অঙ্গুলিগুলি নিশ্চল হতে থাকবে
অথবা অঙ্গুলিগুলি পূর্ণতর ধ্বংস হবে
অথবা তোমাদের কলম
শুকিয়ে যাবে
স্থায়ীতরভাবে ।
-----------------------------------------------------

অতঃপর তোমাদের চক্ষুযুগল
অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে
আমার অবর্ণনীয় সাহিত্যের দিকে ।
--------------------------------------------------------

হে সৃষ্টিজগত
আমি কি বলিনি
যে ,
আমি কিছুই বলিনা
ব্যতীত আল্লাহ ।
অতঃপর আমি মহান আল্লাহকে
আমার পবিত্র হৃদয়ে ধারণ করি ।
---------------------------------------------------------

তাছাড়া
যখন আমি পরম সত্তার সাথে
ধ্যানে মগ্ন থাকি
তখন
না আছে কোনো অঙ্গুলি
এবং না আছে কোনো কলম ,
যা দিয়ে
আমাদের হালত
প্রকাশ করবে ।
--------------------------------------------------------

হে মানবসকল
আকাশ জমিন ছিদ্র করে হলেও
আল্লাহর অলীদের খূঁজতে থাকো
অবিরাম
এবং যতক্ষণ না
মৃত্যু এসে উপস্থিত হয় ।
--------------------------------------------------------

অতঃপর খোঁজ পেলে
তাদের পায়ে জীবন সঁপে দাও
সাবধান !
ভন্ডদের পায়ে নয় ।
---------------------------------------------------

হে মানবসকল
এইভাবে আমি তোমাদের জ্ঞানী করবো
এবং ইতিপূর্বে
তোমরা ছিলে
অনবহিত ।
------------------------------------------------

অবশ্যই মহান আল্লাহ
আমার প্রতি
বিশেষভাবে অনুগ্রহশীল
এবং তোমাদের প্রতিও ,
কারণ
তিনি একজন
মহাসংস্কারক নাযিল করেছেন
এবং তিনি মহান আল্লাহর মনোনীত ।
-----------------------------------------------------

হে মানবসকল
আমার মতো সাহিত্য বর্ণনায়
তোমরা পুরোপুরি অক্ষম
এবং পুরো পৃথিবী একত্রিত হলেও
অক্ষম ।
কারণ তোমরা আল্লাহর মনোনীত নও
এবং তোমাদের সাথে মহান আল্লাহ
কথোপকথন করেন না ।
আর এটা উন্মুক্ত চ্যালেঞ্জ ।
--------------------------------------------------------

অতএব আমার সংস্কার গ্রহন করো
এবং আমার পূর্ণ আনুগত্য করো ,
আর যদি
এর বিপরীত হয়
তবে জেনে রেখো
ধ্বংস অনিবার্য ।



( ডাঃ আকন্দ ) ।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৮

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লিখনী।

২| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.