| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
রাত্রি গভীর 
চক্ষু বন্ধ , 
অঙ্গ 
ও দেহের 
মৃদু - 
অথবা তীব্র 
স্পন্দন । 
---------------------------------------------    
কারণ , 
কর্ণে 
হেডফোন 
মোবাইলে  
চলমান সংগীত  ,  
যাহা শ্রুতিমধুর এবং 
উত্তেজক ।   
--------------------------------------------------
কি প্রশান্তি , দেহ এবং মনে । 
----------------------------------------------------
অতঃপর , খেয়াল 
তাজাল্লীয়ে জাতে 
অথবা তাকেও 
ছাড়িয়ে । 
যাহাতে 
নাজিল হয় 
জ্ঞান     
মহান প্রভুর থেকে 
------------------------------------------------------
আর ইহার সামনে 
জান্নাত তো - 
স্বল্পমূল্য  ।   
(  ডাঃ আকন্দ  )                  ।        
২| 
০২ রা জুন, ২০২০  দুপুর ২:৩০
রাজীব নুর বলেছেন: ভালো।
৩| 
০২ রা জুন, ২০২০  দুপুর ২:৩৮
এম এ হানিফ বলেছেন: দারুন
৪| 
০২ রা জুন, ২০২০  দুপুর ২:৪৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গুড
৫| 
০২ রা জুন, ২০২০  বিকাল ৪:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০২০  দুপুর ২:১৮
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ I শুভেচ্ছা ও ভালোবাসা ।