নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমেদের কি হইলো
যে ,
তোমরা আমার আনুগত্য করিতেছো না !
নাকি তোমরা মুনাফিকদের মতো হইলে ,
যাহারা আমার অকল্যাণের অপেক্ষায় থাকে
এবং প্রর্থনা করে
আমার ধ্বংসের ।
---------------------------------------------------------
তাহারা তো সমাজে প্রতিষ্ঠিত পীর ও আলেম
এবং
প্রচন্ড জেদকারী ও চরম হিংসুক লোকসকল ।
আর ইহারা অপেক্ষায় আছে যে ,
আমার উপর নাজিল হবে কোনো মালাইকা
এবং সাক্ষী দিবে যে -
আমি মহান আল্লাহর মনোনীত খলিফা ও
মুজাদ্দিদ !
---------------------------------------------------------
হে মানবজাতি
তাহারা ইমান আনিবে না
এবং আনিলেও আমার নৈকট্য পাবে না ।
হে মানবজাতি
শতবছর ইবাদতের চাইতেও
কিছুসময় আমার নৈকট্য
মহামূল্যবান ,
কারণ -
একমাত্র আমার নৈকট্য দ্বারাই সম্ভব
ঈমানকে সংশয় ও সন্দেহমুক্ত করা
এবং নিকৃষ্ট দুনিয়াকে পেছনে ফেলা ।
------------------------------------------------------
হে মানবজাতি
আমি যদি মৃতকে জীবিত করি
অথবা জীবিতকে করি মৃত ,
তবুও তারা বলবে , এটা যাদু ।
অতঃপর ,
আমি যদি তাদেরকে নিয়ে আকাশে আরোহন করি
অথবা অলৌকিক কিছু দেখাই ,
তবুও তারা বলবে
আমরা যাদুগ্রস্থ ।
---------------------------------------------------------
অতএব হে মানবজাতি
আমার নৈকট্য হাসিল কর
এবং ঈমানকে দৃঢ় করো ,
আর আমার দলকে বৃহৎ করো
ও শক্তিশালী করো ,
যাহাতে আমি সকল মৌলবাদ ও জঙ্গিবাদ
ধ্বংস করতে পারি
উপযুক্ততার সাথে
এবং ধ্বংস করতে পারি
সকল মিথ্যা ও অন্যায়কে ,
যুদ্ধ অথবা রাজনীতির মাধ্যমে ,
অতঃপর পৃথিবীতে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হয়
এবং পরিপূর্ণ সুবিচার প্রতিষ্ঠিত হয় ।
( ডাঃ আকন্দ ) ।
২| ০৪ ঠা জুলাই, ২০২০ ভোর ৬:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কবিতা তো ভালোই হয়েছে।
৩| ০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১২:৩৬
রাজীব নুর বলেছেন: ধর্ম কবিতা।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০২০ ভোর ৬:০৪
নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় লেখা।