নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

সাধ্যাতীত বোঝা

০৯ ই জুলাই, ২০২০ রাত ১:২৬

মহান আল্লাহ আল কোরানের একাধিক জায়গায় বলেছেন যে , আল্লাহ কারো উপর সাধ্যাতীত বোঝা বা দায়িত্ব চাপিয়ে দেন না । (১) , (২) । অথচ বর্তমানে মানুষ একেবারে দুর্বল হওয়া সত্বেও পূর্ববর্তীদের মতো পূর্ণ আমল করতে চায় , যা সম্পূর্ণ লোকদেখানো ইবাদত এবং শিরক । বর্তমানে মানুষ মনে করে আমরা অনেক পাপ থেকে বিরত থাকছি এবং অনেক ইবাদত করছি , অথচ সবই শিরক করছে । 




                    এজন্যই বর্তমানে টিভি নেট দেখা  মুবাহ এবং ব্যাংকিং ও এনজিও শুধু জায়েজই নয় , বরং ওয়াজিব কাজ । এর কারণ হলো দুটি , প্রথমত - মানুষ এখন একেবারেই দুর্বল (৩) , আর দ্বিতীয়ত - মুসলমানদের অর্থনীতি শক্তিশালী করতে হবে । কেননা , মুসলমানদের অর্থনীতি শক্তিশালী না হলে মুসলমানরা অস্তিত্ব সংকটে পড়বে , অর্থাৎ মুসলমানরা হারিয়ে যাবে এবং অন্য ধর্মের লোকেরা মুসলমানদেরকে দাস বানিয়ে ছাড়বে , অর্থাৎ তখন ধর্ম পালন তো অলীক কল্পনা ।       




(  ডাঃ আকন্দ  )                   । 

---------------------------------------------------------

তথ্যসূত্র ঃ- 

---------------

#(১), আল কোরান, সুরা বাকারাহ, আয়াত,২৮৬। 

#(২), আল কোরান, সুরা মুমিনুন, আয়াত - ৬২।   

#(৩), আল কোরান, সুরা আনফাল, আয়াত - ৬৫, ৬৬ ।                                        

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২০ রাত ২:২০

রাজীব নুর বলেছেন: সূরা বাকারা আমার প্রিয় সূরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.