নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কসম আল্লাহর
এবং কসম তাহার তাজাল্লীয়ে জাতের ,
আমি অবশ্যই তাদেরকে ছেড়ে দিয়েছি
এবং তাদেরকে ছাড়াই
আমি
ইসলাম কায়েম করবো
ইনশাআল্লাহ ,
ব্যাক্তি পর্যায়ে এবং
দলীয়ভাবে ।
কিন্তু রাষ্ট্রীয়ভাবে নয় ।
--------------------------------------------------------
হে মানবমন্ডলী
তোমরা কি জানো ,
তারা কারা ?
আর তারা হইলো , মাদ্রাসার
ছাত্র ও শিক্ষক
এবং তাদের ব্রত হইলো
প্রতিটি ঘরকে মাদ্রাসায় রুপান্তর করা ।
--------------------------------------------------------
হে মানবমন্ডলী
আজ ১৫ - ২০ বছর হয়
ঘরে ঘরে মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে ।
আল্লাহর কসম করে বলছি
১৫ - ২০ বছর পূর্বে আমি
ইবলিশকে দেখেছি
প্রকাশ্যে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে ।
আর এখন ইবলিশ
ঘরে ঘরে মাদ্রাসা প্রতিষ্ঠার
দায়িত্ব নিয়েছে ।
-------------------------------------------------------
হে মানবমন্ডলী
মাদ্রাসা সংখ্যা কমাও
এবং বিশ্ববিদ্যালয় বাড়াও ,
একটি থানায় ৫ - ৭ টি হেফজখানা
এবং দুইটি কওমি মাদ্রাসাই যথেষ্ট ।
আর সর্বোচ্চ দুইটি আলিয়া মাদ্রাসা ।
এটাই হচ্ছে আল্লাহর বিধান
এবং এর বেশি করবে না ।
তাছাড়া কিছু মাদ্রাসা না থাকলে
শরিয়ত তার সঠিকতা হারাবে
এবং সাধারণ মুসলিম ঈমানহারা হবে ,
কিন্তু সাবধান ! ঘরে ঘরে মাদ্রাসা প্রতিষ্ঠা
করা যাবে না । (১)
-------------------------------------------------------
হে মানবমন্ডলী
আমার পূর্ণ আনুগত্য করো ।
( ডাঃ আকন্দ ) ।
__________________________________
## তথ্যসূত্র ঃ-
---------------------
# (১) , আল কোরান , সুরা তওবা , আয়াত - ১২২ । ( ৯ : ১২২ ) ।
২| ১২ ই আগস্ট, ২০২০ সকাল ১০:০৫
হাসান কালবৈশাখী বলেছেন:
খোদার উপর খোদগারি শুরু করলেন মনে হয় ...
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:০৫
স্থিতধী বলেছেন: @হাসান কালবৈশাখী, না ঠিক খোদ্গারি নয়। ইনি কোরআনের বঙ্গানুবাদের স্টাইলটাকে ফলো করে ওনার নিজের রাষ্ট্র ও রাষ্ট্রর মেজরিটি মুসলিম বাঙ্গালি নিয়ে মতামত প্রকাশ করছেন শুধু। ভাষা অশ্লীল না করে থাকলে, এমনভাবে তিনি কিছু কথা লিখতেই পারেন।
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০২০ ভোর ৪:১৪
রাজীব নুর বলেছেন: কি লিখেছেন? কিছুই বুঝলাম না।