নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

তাদেরকে ছাড়াই

১২ ই আগস্ট, ২০২০ রাত ১:৩৫

কসম আল্লাহর  

এবং কসম তাহার তাজাল্লীয়ে জাতের , 

আমি অবশ্যই তাদেরকে ছেড়ে দিয়েছি 

এবং তাদেরকে ছাড়াই 

আমি 

ইসলাম কায়েম করবো 

ইনশাআল্লাহ ,  

ব্যাক্তি পর্যায়ে এবং 

দলীয়ভাবে ।   

কিন্তু রাষ্ট্রীয়ভাবে নয় ।

--------------------------------------------------------


হে মানবমন্ডলী 

তোমরা কি জানো , 

তারা কারা ? 

আর তারা হইলো , মাদ্রাসার 

ছাত্র ও শিক্ষক 

এবং তাদের ব্রত হইলো 

প্রতিটি ঘরকে মাদ্রাসায় রুপান্তর করা ।  

--------------------------------------------------------


হে মানবমন্ডলী 

আজ ১৫ - ২০ বছর হয় 

ঘরে ঘরে মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে । 

আল্লাহর কসম করে বলছি 

১৫ - ২০ বছর পূর্বে আমি 

ইবলিশকে দেখেছি 

প্রকাশ্যে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে । 

আর এখন ইবলিশ  

ঘরে ঘরে মাদ্রাসা প্রতিষ্ঠার 

দায়িত্ব নিয়েছে ।    

-------------------------------------------------------


হে মানবমন্ডলী 

মাদ্রাসা সংখ্যা কমাও 

এবং বিশ্ববিদ্যালয় বাড়াও ,   

একটি থানায় ৫ - ৭ টি হেফজখানা 

এবং দুইটি কওমি মাদ্রাসাই যথেষ্ট । 

আর সর্বোচ্চ দুইটি আলিয়া মাদ্রাসা । 

এটাই হচ্ছে আল্লাহর বিধান 

এবং এর বেশি করবে না । 

তাছাড়া কিছু মাদ্রাসা না থাকলে 

শরিয়ত তার সঠিকতা হারাবে 

এবং সাধারণ মুসলিম ঈমানহারা হবে ,     

কিন্তু সাবধান ! ঘরে ঘরে মাদ্রাসা প্রতিষ্ঠা 

করা যাবে না । (১) 

-------------------------------------------------------


হে মানবমন্ডলী 

আমার পূর্ণ আনুগত্য করো । 




(  ডাঃ আকন্দ  )                   ।      

__________________________________

##   তথ্যসূত্র ঃ- 

---------------------

# (১) , আল কোরান , সুরা তওবা , আয়াত - ১২২ । ( ৯ : ১২২ ) ।                                      


                                 

       

              

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২০ ভোর ৪:১৪

রাজীব নুর বলেছেন: কি লিখেছেন? কিছুই বুঝলাম না।

২| ১২ ই আগস্ট, ২০২০ সকাল ১০:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:
খোদার উপর খোদগারি শুরু করলেন মনে হয় ...

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:০৫

স্থিতধী বলেছেন: @হাসান কালবৈশাখী, না ঠিক খোদ্গারি নয়। ইনি কোরআনের বঙ্গানুবাদের স্টাইলটাকে ফলো করে ওনার নিজের রাষ্ট্র ও রাষ্ট্রর মেজরিটি মুসলিম বাঙ্গালি নিয়ে মতামত প্রকাশ করছেন শুধু। ভাষা অশ্লীল না করে থাকলে, এমনভাবে তিনি কিছু কথা লিখতেই পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.