নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

দুনিয়ার মোহাব্বত

১৫ ই আগস্ট, ২০২০ ভোর ৬:১১

ইমাম গাজ্জালী রহঃ বলেছেন - দুনিয়ার প্রতি যার বিন্দুমাত্র মোহাব্বত থাকবে , তার কবরেও শাস্তি হবে । তাছাড়া পরকালের শাস্তি তো আছেই । তবে কেউ যদি মুসলমানদের ক্ষমতা বৃদ্ধির জন্য এবং সত্যের পক্ষে প্রভাব খাটানোর জন্য ব্যাবসা বানিজ্য করে এবং কৃপণতা ছেড়ে দেয় ও সম্পূর্ণ হালাল উপায়ে উপার্জন করে , তাহলে তা দুনিয়া বলে গন্য হবে না , বরং তা জিহাদ হিসেবে গন্য হবে । 




                   তাহলে দেখুন ইসলাম কতো সহজ ব্যবস্থা , শুধু শুধুই লোকেরা ইসলামকে কঠিন করে উপস্থাপন করে । মোটকথা হলো আপনাকে আল্লাহর দিকে এবং পরকালের দিকে ঝুকে পড়তে হবে এবং বেশি বেশি আমলের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ ।  




( ডাঃ আকন্দ  )                    ।                                               

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২০ সকাল ৮:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আর কত ঝুকবো। ঝুকতে ঝুকতে তো পড়ে যাবার অবস্থা।
দুনিয়ার প্রতি মোহাব্বত বলতে কি বুঝিয়েছেন?মানুষের প্রতি মোহাব্বত নাকি প্রকৃতির প্রতি মোহাব্বত।

২| ১৫ ই আগস্ট, ২০২০ সকাল ১০:১৪

মুজিব রহমান বলেছেন: এগুলো জিহাদ হিসেবে গণ্য হল কিন্তু আসল জিহাদটা কি? কতটা ভয়ঙ্কর? ইমাম গাজ্জালী কতটা ভয়ঙ্কর ইসলাম তৈরি করে গেছেন? আমরা এসব নিয়ে কথা বলতে পারি।
জিহাদ মানে হল সংগ্রাম করা। মুজাহিদরা কি সংগ্রাম করে? হুমায়ুন আজাদের উপর হামলা, অভিজিৎ রায়কে হত্যা সবই জিহাদের কারণে। বিধর্মী নারীদের ধরে এনে ধর্ষণ করা, পুরুষদের দাস বানানো, শিশুদের হত্যা করা, তাদের সম্পত্তি গণিমতের মাল হিসেবে আত্মসাৎ করা। এসব জিহাদে অংশ নিলে নিতে পারেন। তবে কতটা মানবিক?

৩| ১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.