নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

আনুগত্যশীল

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:১০

হে আল্লাহ 

আমার জন্য কিছু আনুগত্যশীল

বানিয়ে দাও , 

যারা আমার মতো 

কিছু সময় 

টিভি নেট দেখে   

দুনিয়ার প্রতি আকৃষ্ট হবে , 

অথবা হাট বাজারে 

নারীদের দেখে 

কিছু সময় 

পরকাল ভুলে যাবে । 

-------------------------------------------------------


অতঃপর যখন 

নামাজের সময় হবে 

তখন ভয়ে 

প্রকম্পিত হবে 

এবং কাঁপতে কাঁপতে 

ফানার মাকামে পৌঁছবে । 

---------------------------------------------------------


যদি এই হালত বুঝতে চাও 

তবে আমার পায়ে 

তোমার জীবনকে 

নিক্ষেপ করো 

এবং আমার ইচ্ছার উপর 

তোমার ইচ্ছা ছেড়ে দাও । 

---------------------------------------------------------


হে মারেফাত অস্বীকারকারীগন 

তোমরা হাজার হাজার চিন্তায় মগ্ন 

অথবা লাখো কোটি চিন্তায় , 

প্রতিটি নামাজে এবং ইবাদতে । 

আল্লাহর কসম করে বলছি 

তোমাদের কোনো ইবাদতই 

আল্লাহর নিকট পৌঁছে না , 

শিরক ব্যাতীত । 

---------------------------------------------------------


হে মারেফাত অস্বীকারকারীগন

জন্মের পর চিনি খাওনি , 

তোমাকে মিষ্টির স্বাদ 

বুঝাবো কিভাবে , 

আর এটা কল্পনা করাও পাপ । 

-------------------------------------------------------


অতঃপর  

আমাকে হৃদয়ে স্থাপন করো 

এবং আল্লাহর নিকট 

কান্নাকাটি করো , 

দুর্ভাগা না হলে - 

চোখ খোলে যাবে 

ইনশাআল্লাহ । 



(  ডাঃ আকন্দ  )                ।            

                                               

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:০৩

নেয়ামুল নাহিদ বলেছেন: লেখাটা পড়লাম, আর বোঝার চেষ্টা করলাম। এখনো করছি।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথম অনুরোধ হলো লাইন স্পেস কমিয়ে স্বাভািবক করলে পাঠে সুবিধা দেখতে সুন্দর লাগবে।

আমার পায়ে তোমাকে নিক্ষেপ করো কথাটায় অহম ফুটে উঠছে!
সত্যের কাছে নিজেকে সমপর্ণ করো অনেক বেশি সুন্দর! যদিও সত্যম শিবম সিন্দরম তত্ব ঠিক
তবুও বলায় উপস্থাপনায় আমিত্ব বিলীন হওয়াই উত্তম!

মা'রেফত কি আলাদা অর্জনের বিষয়?
নাকি সুস্থতা, সুন্দরতা আর সমর্পিত হবার সামগ্রিক অনুভব!

ভাল থাকুন

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.