নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

বিশুদ্ধ অন্তঃকরণ

০৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

মহান আল্লাহ আল কোরানের
২৬ নম্বর সুরার ৮৯ নম্বর আয়াতে বলেন -
"আখিরাতে শুধু সেই উপকৃত হইবে, যে
উপস্থিত হইবে বিশুদ্ধ অন্তঃকরণ লইয়া" ।
------------------------------------------------------

হে মানব মন্ডলী
তোমরা কি জানো ?
বিশুদ্ধ অন্তঃকরণ কি ?
অতঃপর বিশুদ্ধ অন্তঃকরণ হইলো
সেই অন্তর -
যেখানে আল্লাহ ব্যতীত সবকিছু অনুপস্থিত ।
---------------------------------------------------------

হে মানব মন্ডলী তোমরা কি জানো ?
বিশুদ্ধ অন্তঃকরণের কর্মকান্ড কি ?
আর তা হইলো -
শুধু আল্লাহর জন্যই কিছুকে ভালবাসা
এবং শুধু আল্লাহর জন্যই কিছুকে ঘৃণা করা ।
----------------------------------------------------------

বিশুদ্ধ অন্তঃকরণের আরো কর্মকান্ড হইলো -
সর্বদা আল্লাহর আদেশ শুনে কাজ করা
এবং শুধু আল্লাহর উদ্দেশ্যেই ইবাদত করা
এবং ধ্যানের সময় আল্লাহ ব্যতীত সবকিছু ,
এমনকি নিজেকেও ভুলে যাওয়া ।
---------------------------------------------------------

উত্তরোত্তর আল্লাহর সৌন্দর্য জানতে থাকা
এবং উত্তরোত্তর ঈমান বৃদ্ধি পাওয়া
এবং মুবাহ বিষয় থেকে পরহেজ করা ,
যেমন -
টিভি নেট দেখা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা
হাট বাজার ও রাস্তা ঘাটে চক্ষুকে ব্যাপকভাবে
নিয়ন্ত্রণ করা ।
সর্বদা ইবাদতে লিপ্ত থাকা
এবং সবসময়
কঠোরভাবে জিকির ফিকিরে লিপ্ত থাকা ,
আর এগুলোই হলো বিশুদ্ধ অন্তঃকরণের চিহ্ন ।
------------------------------------------------------------

প্রিয় মানব মন্ডলী
তোমরা কি জানো ?
কিভাবে ইহা অর্জিত হবে ?
তবে শুনো -
আকাশ জমিন এক করে হলেও
হক অলীর খোঁজ করা
এবং তার সান্নিধ্যে থাকা ,
ভাগ্য ভালো হলে
তার খোঁজ পাবে ।
-------------------------------------------------------

আর হক অলী হলেন
নুরুন আলা নুর
অবশ্যই তোমরা তার খোঁজ করতে থাকো
যতক্ষণ না মৃত্যু উপস্থিত হয় ।
তাকে পেয়ে গেলে
সব হাসিল হবে
ইনশাআল্লাহ
এবং এতে কোনো সন্দেহই নেই ।
----------------------------------------------------------

হক অলীর খোঁজ না পেলে
পূর্ববর্তী হক অলীর অছিলা দিয়ে ধ্যান করা
এবং তার অছিলা দিয়ে আল্লাহর নিকট
হেদায়েত চাওয়া ।
এটাই বর্তমান ও ভবিষ্যতের হেদায়েত পাওয়ার
মাধ্যম ,
তবে বর্তমান ও ভবিষ্যতে
কোনো হক অলীর খোঁজ পাওয়া গেলে
তার আনুগত্য করা ফরজ ।


( ডাঃ আকন্দ ) ।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৮

আল-ইকরাম বলেছেন: আলহামদুলিল্লাহ্ । অতি প্রয়োজনীয় কিছু কথা জানতে পারলাম। যা মুসলিম উম্মার জন্য জরুরী। মহান আল্লাহ্ সুবাহান আল্লা তায়ালা আপনার উপর রাজী খুশি থাকুন।

২| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.