| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
হে প্রভু 
আমাকে দান করো 
এমন মাকামে তরিকত , 
যেখানে 
নবী রাসুল ব্যতীত
অনেক সাধকই পৌঁছাতে পারেনি 
এবং ভবিষ্যতেও 
অনেক সাধক পৌঁছাতে পারবে না । 
--------------------------------------------------------
হে প্রভু 
তোমার নিকট 
প্রার্থনা করে 
কোনোদিন ব্যার্থকাম হইনি 
তবে , অতিরঞ্জিত প্রার্থনাগুলি 
ব্যতীত । 
-------------------------------------------------------
হে প্রভু 
আমাকে রক্ষা করো , 
নারীদের ভয়ংকর ছলনা 
এবং  
নারীদের ভয়ংকর ফেতনা 
থেকে , 
যেহেতু নারীদের ফেতনা 
দাজ্জালের ফেতনা থেকে 
ভয়ংকর । 
--------------------------------------------------------
অতঃপর 
হে প্রভু , 
আমাকে রক্ষা করো । 
(  ডাঃ আকন্দ  )                       ।
২| 
২৪ শে মার্চ, ২০২১  দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০২১  দুপুর ১২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খালি নারী না নিজেদেরও সংযত হতে হবে... নিজেদের হেদায়েতের জন্যও আল্লাহর কাছে চাইতে হবে