নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

বিএনপির সফলতা যেখানে

১০ ই এপ্রিল, ২০২১ রাত ৩:০১

এতোটা অস্তিত্ব সংকটে , বিএনপি
কখনও পড়েনি ,
যতোটা পড়েছে এখন ।
বিএনপির নিকট প্রশ্ন ?
কেনো তোমাদের এই সংকট
এবং
কেনো তোমরা রাজপথে
অপরের উপর নির্ভরশীল ।
--------------------------------------------------------

মহান জিয়ার
প্রিয় বিএনপি ,
আমি তোমাদের সংকটের কারণ
বলছি -
জিয়াউর রহমানের সফলতা ছিলো
একমাত্র নামাজে ,
অর্থাৎ তোমরা নিজ দলে , নামাজ
কায়েম করলেই , কখনও তোমাদের
পরনির্ভরশীল হতে হবে না
এবং ধর্ম ব্যবসায়ীদের সাথে
আতাত করতে হবে না ।
---------------------------------------------------------

জিয়া কখনও রাষ্ট্র ও ধর্মকে
একত্রে ভাবতেন না । কারণ
এটা বর্তমানে জায়েজ না ।
তবে জিয়া যে ভুলটা করেছিলেন ,
তা হলো -
নিজ দলের ভিতর মধ্যমভাবে ধর্মচর্চা করেননি
এবং মধ্যমভাবে নারীর পর্দা চর্চা করেননি ।
------------------------------------------------------------

হে বিএনপি
নিজ দলে মধ্যমভাবে
ধর্মচর্চা করো
কিন্তু কখনও রাষ্ট্র ও ধর্মকে
একত্রিত করো না ।
যদি এই নীতি মানতে পারো
তবে তোমরা একাই আন্দোলনে সফল
হতে পারবে ইনশাআল্লাহ ।
------------------------------------------------------------

তোমরা প্রতিটি বিএনপি
জিয়ার মতো মধ্যম ধার্মিক হও
এবং নামাজ কায়েম করো
শুধুমাত্র নিজ দলে ,
পোশাক আশাকে
জিয়াকে অনুসরণ করো
এবং মধ্যম পন্থায়
নারীর পর্দা চর্চা করো ।
অতঃপর বিনোদনে জিয়াকে
অনুসরণ করো ,
অর্থাৎ টিভি নেট দেখো
কিন্তু সীমালঙ্ঘন করো না ,
কারণ জিয়া তা করেননি ।



( ডাঃ আকন্দ ) ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এবং মধ্যমভাবে নারীর পর্দা চর্চা করেননি ।
..................................................................
কিভাবে তা সম্ভব ছিলো ?
আর্মি অফিসারদের পার্টিতে বৌরা কেমন সাজ করে
তাকি দেখেছেন ???

২| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৪৭

রাজীব নুর বলেছেন: নিরপেক্ষ থাকা ভালো। যা বেশির ভাগ মানুষ পারে না।

৩| ১০ ই এপ্রিল, ২০২১ সকাল ৭:৫১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মধ্যমভাবে ধর্ম চর্চা কিভাবে করে ঠিক বুঝতে পারছিনা।প্রতিটা ধর্মিয় কাজ অর্ধেক পালন করবে।

৪| ১০ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:০২

জগতারন বলেছেন:
আমি যুক্ত রাষ্ট্রের সামরিক ক্ষেত্রে কিছু দিন সিভিলিয়ান স্টাটাস-এ কর্ম করেছি।
বাংলাদেশেও কিছু সামরিক অফিসার আমার আত্মীয় ছিলেন।
সামরিক সদস্য (মহিলা ও পুরুষ)
এবং তাদের স্বমী বা স্ত্রী'দের নৈতিকতার কোনই বালাই নেই।
জিয়াউর রহমান তার স্ত্রী'র ও স বালাই ছিল না।
৮০'র দশকে চলচ্চিত্র নায়ীকা রোজী সামাদ ও জিয়াউর রহমানের
সেই প্রেম লিলা কাহিনী কী কোনও পাঠক পাঠিকার মনে আছে?

৫| ১০ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪২

নেওয়াজ আলি বলেছেন: এইটা কী বিএনপিকে টিটকারি নাকি পরামর্শ

৬| ১০ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: দুষ্ট বিএনপির কোমর ভেঙ্গে দিয়েছে। তারা আর কোমর সোজা করে দাড়াতে পারবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.