নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমজান আমাদেরকে প্রধানত ধৈর্যের শিক্ষা দেয় , আর ধৈর্য হলো সর্বোচ্চ তিক্ত একটি বিষয় , কিন্তু অধিকাংশ আলিম রমজান মাসকে একটি মিষ্টি এবং মজাদার মাস হিসেবে আমাদের নিকট পরিচয় করিয়ে দেয় যে , রমজান মাসের চাইতে আরামদায়ক কোনো মাসই নেই । এমনকি কেঁদে কেটে অস্থির । অথচ বাস্তবতা হলো - রমজান মাস সর্বোচ্চ ধৈর্য শিক্ষার মাস এবং কষ্টের মাস । তবে এটা ঠিক যে , অধিক সময় ধৈর্য ধারণের ফলে হৃদয়ে একটা মিষ্টতার অনুভব হয় , যা বর্তমান পৃথিবীর ২ - ৪ জন ব্যতীত কেউ উপলব্ধির ক্ষমতা রাখে না । বাকি সবাই মুনাফেকি করে থাকে এবং মিথ্যা বলে থাকে ।
প্রিয় মুসলিম তারাবি একটি সুন্নত আমল , যা কখনোই ফরজের সমান গুরুত্ব বহন করে না । কিন্তু প্রায় সবাই এমনকি প্রায় সব আলেমরাই একে লোকদেখানোর জন্য ফরজের চাইতেও বেশি মূল্য দিয়ে থাকে , যার পুরোটাই লোকদেখানো । তাছাড়া যারা পুরোপুরি বিশ রাকাত আদায় করছে , তাদেরটা তো আরো বেশি লোকদেখানো । তাই বলছি লোকদেখানো ইবাদত করে শিরক করবেন না এবং একটা সুন্নত পালন করতে গিয়ে মুশরিক হয়ে চিরজাহান্নামী হবেন না । বর্তমানে মানুষ দুর্বল , তাই যতটুকু সম্ভব , তার বেশি করতে যাবেন না । মানুষ যে এখন দুর্বল তার দলিল আমার টাইমলাইনে বহুবার দিয়েছি এবং এখন যে কম আমল করে পরকাল মুক্তি পাওয়া যাবে , তার দলিলও আমার টাইমলাইনে বহুবার দিয়েছি । তাই বলছি বিশ রাকাত তারাবি স্পষ্ট সুন্নত হলেও এখন আট রাকাত আদায় করুন এবং পরকাল মুক্তির পথ সুগম করুন। যে কোনো আমলেই আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকা সম্পূর্ণ শিরক , যা কোরানের ৩৯ নম্বর সুরা যুমারের তাফসির পড়লে বুঝতে পারবেন । তবে হাদিস অনুযায়ী প্রাথমিকভাবে ২ - ৩ বছর অন্য উদ্দেশ্যও জায়েজ আছে । মহান আল্লাহ সবাইকে কবুল করুন। আমীন ।
( ডাঃ আকন্দ ) ।
২| ০৫ ই মে, ২০২১ রাত ৩:০৩
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৩:১৩
লোনার বলেছেন: দেখুন: view this link