নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে মানব সম্প্রদায়
পূর্বকালে তো নবীগনকে হত্যা করা হতো
অতএব আমি কোন ছাড় ,
হে মানব সম্প্রদায়
আমি গ্রেফতার হতে পারি
রিমান্ডে সর্বোচ্চ অত্যাচারিত হতে পারি
আবার কোনো জঙ্গি গ্রুপ বা
কোনো সন্ত্রাসী গোষ্ঠী
আমাকে ধরে নিয়ে
সর্বোচ্চ অত্যাচার করতে পারে
অথবা হত্যা করতে পারে
এবং এগুলো ঘটতেই পারে ।
অতঃপর , আমার স্ত্রী সন্তানকে
হত্যা করতে পারে
অথবা অত্যাচার করতে পারে
এবং আমার মা বাবা ভাই-বোনকে
হত্যা করতে পারে
অথবা অত্যাচার করতে পারে ,
তবুও কসম করে বলছি -
আমার ওপর অর্পিত দায়িত্ব
আমি পালন করবোই
এবং অবশ্যই পালন করবো ইনশাআল্লাহ ।
হে মানব সম্প্রদায়
তোমরা কি জানো
আমার ওপর অর্পিত দায়িত্ব কি ?
আর আমার ওপর অর্পিত দায়িত্ব হলো -
আমি যেনো ইসলামের ব্যাপক সংস্কার করি
এবং সমস্ত জমিনব্যাপী
পূর্ণ মানবাধিকার প্রতিষ্ঠা করি ।
অতঃপর কেউ যদি অত্যাচারিত হয়
তবে সে যেনো পরিপূর্ণ বিচার পায় ।
হে মানব সম্প্রদায়
আমার সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট
এবং তিনি আমাকে নিরবিচ্ছিন্ন সাহায্য করেন ।
হে মানব সম্প্রদায়
আমার এবং আমার পরিবারের উপর
যাই ঘটুক না কেনো ,
আমার কর্ম সম্পাদনে
আমি পাহাড়সম অবিচল ,
তাছাড়া , মুমিনদের সাহায্য করা
মহান আল্লাহ নিজের উপর কর্তব্য করে নিয়েছেন ,
আর আমি একজন পূর্ণ মুমিন ।
( ডাঃ আকন্দ ) ।
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০২১ দুপুর ১২:৫৭
রাজীব নুর বলেছেন: ধর্মীয় কবিতা?