| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কসম ঐ সত্তার 
যার হাতে আমার প্রাণ , 
বর্তমান ইসলামের  
সবচাইতে বড়ো ফেতনার নাম 
লা-মাযহাব , 
যাদের কথা কাজ এবং মুখের এক্সপ্রেশনে 
শুধুই জিদ আর হিংসা । 
অপরদিকে , 
মাযহাবী ইমাম এবং তাদের বড়ো বড়ো আলেমদের 
কোটি ভাগের একভাগও আমল ইখলাস  
লা-মাযহাবীদের কারো নাই এবং 
আল্লাহর কসম করে বলছি, কারো নাই ।
হে আল্লাহ 
আমাকে দান করো 
একাধিক কিতাব 
অথবা , অনেকগুলি কিতাব , 
যেখানে কোরান সুন্নাহ র বিচ্ছুরিত আলোর 
এমন বিস্ফোরণ ঘটবে যে , 
তাদের ভস্মীভূত ছাইগুলি পর্যন্ত 
খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ । 
হে আল্লাহ মাযহাব ও তরিকাকে 
পৃথিবীতে একমাত্র প্রবল করো , 
কারণ লা-মাযহাবীরা চরম বেয়াদবি করেছে 
হযরত আঃ কাদের জিলানী রঃ এবং 
খাজা মঈনুদ্দিন চিশতি রঃ এর সাথে , 
যাহাদের মূল্য তোমার নিকট 
আকাশ জমিনের চাইতেও বেশি । 
হে আল্লাহ 
তাদের বিশ্বাসে শেষ পেরেকটি ঠুকে দাও 
আমাকে মহাক্ষমতাবান কিছু কারামত প্রদান করে, 
যা তাদের বিশ্বাসকে ,পুরোপুরি ধ্বংস করে দিবে 
এবং দুর্বল করে দিবে তাদের দলকে । 
তাছাড়া , তুমি তো কখনোই 
আমাকে ব্যার্থ করোনি 
এবং ধ্বংস করোনি , 
বরং সর্বদা আমাকে সাহায্য করেছো 
ও , জয়ী করেছো , 
শুধুমাত্র , তোমার ইচ্ছায় । 
(  ডাঃ আকন্দ  )                          । 
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০২১  দুপুর ১২:০৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন। কবিতা পড়তে ভালো লেগেছে। বেগ পেতে হয়নি।