| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কল্যাণযুক্ত হৃদয়গুলি কোথায় , 
যারা আমার পূর্ণ আনুগত্য করবেন 
এবং 
আমাদের উছিলায় মহান আল্লাহ 
জমিনকে সুশৃঙ্খল করবেন , 
পরিমিতভাবে । 
আফসোস , সেই হৃদয়গুলির প্রতি 
যাদের হৃদয়ে , আমি কোনো 
কল্যাণ দেখিতেছি না , 
না-কি আমার দৃষ্টিশক্তি 
এখনো প্রখর হয় নাই ? 
আল্লাহর কসম করে বলছি - 
আমার দৃষ্টিশক্তি যথেষ্ট প্রখর । 
কিন্তু কল্যাণযুক্ত হৃদয়গুলি 
আমার থেকে দূরবর্তী 
স্থানে অবস্থিত ।  
হে কল্যাণ হৃদয় 
আমার পায়ে , তোমার জীবনকে 
নিক্ষেপ করো 
যেভাবে সাহাবীগণ 
নিক্ষেপ করেছিলো 
রাসুল সাঃ এর পায়ে । 
অতঃপর আমার থেকে 
ইসলাম শিখে নাও । 
আমাকে দেওয়া হয়েছে 
সংস্কারযুক্ত ইসলামি নূর 
অপরদিকে 
ইমাম মাহদিকে দেওয়া হবে 
মৌলবাদী ইসলামি নূর । 
এজন্য , এখনকার 
কল্যাণ হৃদয়গুলি 
আকৃষ্ট হবে 
সংস্কারযুক্ত ইসলামের দিকে , 
আর মাহদির সময় আকৃষ্ট হবে 
মৌলবাদী ইসলামের দিকে । ( ১) 
হে মানুষেরা , তোমরা কি জানো ?  
কল্যাণযুক্ত হৃদয় কোনগুলি ? 
আর কল্যাণযুক্ত হৃদয় হইলো 
ঐসমস্ত জীবন , 
যাহারা সত্যবাদী , ন্যায়পরায়ণ এবং সুবিচারক 
সরল , কোমল এবং দয়ালু 
পূর্ণ মানবাধিকার মান্যকারী এবং 
পূর্ণ বিবেকবান । 
আর তাহাদের 
সামান্যতম লোভ হিংসা অহংকার 
নেই 
এবং যশ খ্যাতি প্রতিপত্তির প্রতি 
সামান্যতম লোভ নেই । 
তাছাড়া তারা গীবতকারীও নয় 
এবং রিয়াকারীও নহেন । 
(  ডাঃ আকন্দ  )                । 
------------------------------------------------------------
পাদটীকা ঃ- 
(১) , ইমাম মাহদি মৌলবাদী ইসলাম কায়েম করলেও তিনি পূর্ববর্তীদের অনেক সংস্কার মানবেন । 
যেমন - মাযহাব তরিকা মানবেন , মাজার যিয়ারত করবেন , একত্রিত কোরান হাদিস পড়বেন , বিশ্ববিদ্যালয় তৈরি করবেন ইত্যাদি । 
©somewhere in net ltd.