নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

আমলের দুটি পাত্র

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:১২

হে মানুষ সকল
অবশ্যই তোমরা চিন্তাশীল নও
এবং সত্যিই যদি তোমরা চিন্তাশীল হইতে
তাহলে তোমরা দেখতে পাইতে যে ,
একটি হৃদয়ের অছিলায়
মহান সৃষ্টিকর্তা , পৃথিবীতে
প্রচুর বিশ্বাস নাজিল করছেন
এবং প্রচুর পরিমাণে নীতি আদর্শ
নাজিল করছেন ।



বছরের পর বছর বাংলাদেশ
দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলো ,
কিন্তু এখন মানুষ নীতি আদর্শ নিয়ে চিন্তা করছে
তাছাড়া মানুষ এখন পূর্ণ গনতন্ত্র চাচ্ছে
এবং এজন্য মানুষ জীবন দিতে প্রস্তুত হচ্ছে ।
আর এটা মানবাধিকারের জন্য
ভালো দিক ।


তাছাড়া ,
নীতি আদর্শ বাড়লেও
মানুষ কিন্তু পাপ করতেই থাকবে
কারণ মানুষ এখন কল্পনার চাইতেও বেশি দুর্বল
যেমন - মহান আল্লাহ কোরানে বলেন
অবশ্যই মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল ।



হে দুর্বল মানুষেরা
আমলের দুটি পাত্র বানাও
একটি পাপের এবং অন্যটি পূণ্যের ,
অতঃপর ১ কেজি পাপ করলে
২ কেজি পূণ্য করার চেষ্টা করো
কিন্তু সাবধান , মানবাধিকার লংঘন করো না
তাহলে সে তোমার সব পূণ্য নিয়ে যাবে
এবং ১ কেজি মানবাধিকার লংঘন করলে
ট্রিলিয়ন ট্রিলিয়ন কেজি পূণ্য , সে
নিয়ে যাবে ।



এখন তো টোন্ডা মোল্লারা
বক্তৃতা দিয়ে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে
এগুলো সব জুলুমের টাকা
এবং এর সবটাই হারাম টাকা ।
তাছাড়া এই টোন্ডা মোল্লাদের ভয়ে
সাধারণ মানুষ ইবাদত করে থাকে
অথচ মানুষের কর্তব্য ছিলো
একমাত্র আল্লাহর ভয়ে সে ইবাদত করবে ।
অর্থাৎ , এদের মাধ্যমে মানুষ
পূর্ণ মুশরিক হচ্ছে এবং
চিরজাহান্নামী হচ্ছে ।



হে বিশ্বাসী
যদি তুমি পাপ করতে বাধ্য হও
তবুও তুমি হতাশ হয়ো না
এবং তুমি অন্যান্য আমল চালিয়ে যাও
পূর্ণ গতিতে ।
তাছাড়া তুমি যদি ইচ্ছাকৃত পাপও করো
তবুও পূর্ণ গতিতে আমল চালিয়ে যাও ,
শুধু খেয়াল রাখবে , পাপের চাইতে পূণ্য যেনো
বেশি হয় ।



হে আল্লাহ , কোরানে আপনি বলেছেন
পূণ্য পাপকে মিটিয়ে দেয়
এইহেতু , আমরা যদি ইচ্ছাকৃত কোনো পাপও
করে ফেলি
তবুও আপনি আমাদের দ্বারা একটি পূণ্য কাজ
করিয়ে নিন ,
যাহাতে আমাদের পাপ মিটে যায় ।



তারপরও যদি পাপ মিটে না যায়
তবুও আমাদর দৃঢ়চিত্ত রাখুন ,
যাহাতে আমরা অধিক আমল করে
আমলের পাল্লা ভারি করতে পারি ।
হে আল্লাহ আমাদের সহায় হউন
এবং আমাদেরকে কবুল করুন ।



( জাহাঙ্গীর আলম ) ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: লোকজন ধর্ম থেকে দূরে সরে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.