| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কসম ঐ সত্তার , যার হাতে আমার প্রাণ 
অবশ্যই আমি প্রত্যেক সম্প্রদায়ের নিকট উপস্থিত  হইবো ইনশাআল্লাহ ,  
অতঃপর বর্ণনা করিবো ইসলাম প্রত্যেক সম্প্রদায়ের,  
যাহাতে কেউ ইচ্ছা করিলেই পরকাল মুক্তি  পাইতে পারে 
সুনিশ্চিতভাবে , 
যেহেতু দয়া এখন পরিপূর্ণ । 
এইভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের নিকট উপস্থিত 
হইবো ইনশাআল্লাহ 
এবং বর্ণনা করিবো মহাকল্যাণ 
মহান আল্লাহর পক্ষ হইতে , যাহাতে মুক্তি পাইতে পারে , প্রতিটি সম্প্রদায় । 
বস্তুতপক্ষে আমি একজন বর্ণনাকারী সার্বজনীন ইসলামের 
আর আমি ইসলামকে নতুনভাবে লেখবই 
এবং  
পূর্ণ জীবন ব্যবস্থাকে সময়ের সাথে বর্ণনা করবোই ইনশাআল্লাহ । 
তারা কি দেখে না যে , 
সুন্দর হৃদয়ের অধিকারী একদল লোক বলে 
হে আমাদের প্রভু আমাদের জন্য এক উচ্চমানের ফকীহ নিযুক্ত করো 
যিনি ইসলামকে সময়ের সাথে বর্ণনা করবেন 
এবং সমস্ত ইসলামকে নতুনভাবে লিখবেন । 
মূলত তিনি হইবেন পূর্ণ ইজতেহাদকারী 
সম্পূর্ণ ইসলামের । 
আমার কি হইলো যে , আমি একজন সংস্কারক হয়েও 
কেনো ইসলামকে ঢেলে সাজাবোনা ?  
অবশ্যই এবং অবশ্যই 
সমস্ত ইসলামকে ঢেলে সাজাবো 
কারণ এটা আমার প্রভুর নির্দেশ , 
সময়ের প্রয়োজনে সকল মাসআলাকে নতুনভাবে লিখা হবে ইনশাআল্লাহ । 
হে দয়াময় , যদি আমি মৃত্যুবরণ করি 
অথবা জঙ্গি বা সন্ত্রাসের দ্বারা শাহাদাত বরণ করি 
তবে আমার উত্তরাধিকার নিযুক্ত করিও , 
শীঘ্রই , 
যাহাতে সে ইসলামকে সময়োপযোগী করে বর্ণনা করিতে পারে 
এবং সমস্ত জীবন ব্যবস্থাকে নতুনভাবে লিখতে পারে।  
হে প্রভু দয়াময় , দয়া করো আমার উপর এবং আমাদের উপর 
যাহাতে আমরা শান্ত জীবন লাভ করিতে পারি 
মৃত্যু পরবর্তী জীবনে । 
(  জাহাঙ্গীর আলম  )                       ।  
২| 
০৪ ঠা জুলাই, ২০২২  দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: ভালো লাগে নি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০২২  সকাল ৯:০০
রানার ব্লগ বলেছেন: আমার কেনো জানি মনে হচ্ছে আপনি কোরানের কিছু আয়াতের বাংলা তর্জমা কপি মেরে দিয়ে দিয়েছেন। এখানে কপি পেস্ট হারাম!!