নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

পীরের সাথে আচরণ

৩০ শে জুলাই, ২০২২ ভোর ৪:৫২

বর্ণনা হচ্ছে জ্ঞান
যাহাতে সম্প্রদায়গুলি বলিতে না পারে যে ,
আমরা অনবহিত ছিলাম ।
অতঃপর সাক্ষী হিসাবে
আল্লাহই যথেষ্ট
এবং তিনি নিজ সত্তায় সুপ্রশংসিত ।



একদা
হযরত আঃ কাদের জিলানী রঃ
বলে উঠলেন -
সকল অলীর স্কন্ধে আমার পা
সামনে উপবিষ্ট অলীগন উপুড় হয়ে গেলেন
পেতে দিলেন স্কন্ধ , পা রাখার জন্য ।



এই কথার অর্থ প্রত্যেক অলীই অবগত
কিন্তু সাধারণ মানুষ অবগত নয় ,
আমি আদিষ্ট হয়েছি
সাধারণ মানুষকে বুঝানোর জন্য ।



হে মানুষ সকল
আঃ কাদের জিলানী রঃ এর পা স্কন্ধে থাকার
অর্থ হলো -
তাঁকে যে বেলায়েতের নূর দেওয়া হয়েছে
তাঁর থেকে কিছু নূর প্রত্যেক অলীর স্কন্ধে
বিরাজমান থাকা ।



তেমনিভাবে
আমার পায়ে জীবন নিক্ষেপের অর্থ হলো -
আমার সামনে আমার থেকে নিচু স্বরে
কথা বলতে হবে ।
আমার সামনে আমার থেকে বেশি
আমল করা যাবে না ।
যদি অমান্য করো , তাহলে অলৌকিক
উপলব্ধি থেকে বঞ্চিত হবে ।
তোমার ঈমান এবং জিকিরের উপলব্ধি
চলে যাবে ।



তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম বা পীর
সেটা বিবেচ্য নয় ,
আমাকে সম্মান না করলে
আল্লাহকে দেখা বন্ধ হয়ে যাবে ।
আর যখনই আমাকে সম্মান করবে
তখনই আল্লাহকে চাক্ষুষ দেখবে ইনশাআল্লাহ
এবং সারা শরীরে আল্লাহর জিকির উপলব্ধি
করবে ইনশাআল্লাহ ।



তার মানে -
আমার পায়ে জীবন নিক্ষেপের অর্থ হলো -
আমাকে সম্মান করা ।
তবে এখন ছাড় হলো
৫০ ভাগ সময় স্বাভাবিক আচরণ করা যাবে ।
আর বাকি ৫০ ভাগ সময় আমাকে সম্মান
করতেই হবে ।
কিন্তু কোনোভাবেই আমাকে অপমান করা যাবে না।
যদি অপমান করো , তাহলে
আল্লাহকে উপলব্ধি বন্ধ হয়ে যাবে ।
জিকিরের উপলব্ধি বন্ধ হয়ে যাবে ।
তখন শুধু পাপ করার ইচ্ছা জাগবে ।



আমাকে সম্মান করলে
পাপ করার ইচ্ছা একেবারেই কমে যাবে ,
শুধু ভালো আমল করার ইচ্ছা হবে ।
আমি উপস্থিত থাকা অবস্থায়
নামাজ রোজা যাই করো না কেনো
আমাকে সম্মান করতেই হবে ,
আমাকে সম্মান না করলে
নামাজ রোজায় কোনো স্বাদ থাকবে না ।



এগুলো বললে বুঝবে না
আমার সংস্পর্শে আসো
আমি হাতে কলমে সব বুঝাবো ইনশাআল্লাহ ।



( জাহাঙ্গীর আলম ) ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.