নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

নামাজ ছেড়ো না

৩০ শে আগস্ট, ২০২২ রাত ১২:৪৯

জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মহান আল্লাহ একেক সময় একেক পরিবেশ নাজিল করেন । কোনো সময় রহমত নাজিল করেন , আবার কোনো সময় গজব নাজিল করেন । কোনো সময় রোগ ব্যাধি বা কষ্ট নাজিল করেন , আবার কোনো সময় প্রচুর ইবাদতের মনযোগ নাজিল করেন । এটা তখন জাতীয় বা আন্তর্জাতিকভাবে সকল মানুষ উপলব্ধি করে এবং উক্ত কাজ করতে বাধ্য থাকে । আর এটা প্রথমে আল্লাহর অলীগন উপলব্ধি করে ।



হে মানুষ নিরাশাকে খতম করো , প্রত্যেক সেকেন্ডে জীবনকে নতুন করে শুরু করো , শতবার বা হাজার বার নয় , লক্ষ কোটিবার চেষ্টা করো ভুল শোধরানোর জন্য অথবা তার চাইতেও বেশি । অর্থাৎ জীবনের অন্তিম মুহুর্ত পর্যন্ত ভুল শোধরানোর চেষ্টা করো , তবেই তোমার জীবন সার্থক হবে ইনশাআল্লাহ । দৃঢ়চিত্ত থাকো , ইনশাআল্লাহ খারাপ সময় শেষ হবেই এবং ভালো সময় আসবেই । নামাজটা ছেড়ো না । নামাজ নামাজ নামাজ এবং অবশ্যই নামাজটা ছেড়ো না । পাশাপাশি প্রচুর গান দেখো , কারণ এটা তোমাকে রিলাক্স করবে ইনশাআল্লাহ ।



পরিবেশের সাথে মানিয়ে চলো , খারাপ সময় দূর হবেই ইনশাআল্লাহ । আল্লাহর অলীদেরকে ভালোবাসো এবং তাদের অছিলায় ভালো সময় আবেদন করো , ইনশাআল্লাহ মেঘ কেটে যাবে ।



চেষ্টা করো জামাতে নামাজ পড়ার , নামাজই তোমাকে পথ দেখাবে ইনশাআল্লাহ । আবারো বলছি নামাজ নামাজ নামাজ এবং নামাজ ছেড়ো না ।



( জাহাঙ্গীর আলম ) ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ১:৫৫

কামাল৮০ বলেছেন: নামাজ ধরলাম কবে যে ছাড়বো।

২| ৩০ শে আগস্ট, ২০২২ সকাল ৮:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: যে কোনো অবস্থায় নামাজ পড়তেই হবে

৩| ৩০ শে আগস্ট, ২০২২ সকাল ১১:২৬

ইমরোজ৭৫ বলেছেন: ফজর নামাজ পড়েছেন?

৪| ৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: যে কোন অবস্থাতেই নামাজ পড়তেই হবে----

৫| ৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৩২

শাওন আহমাদ বলেছেন: ইনশা-আল্লাহ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.