| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এখন থেকে ২০ বছর পর 
সমগ্র পৃথিবী অশ্লীলতার সাগরে ভাসবে 
তখন মুসলিমদের আচরণ কি হবে ?  
এবং মুসলিমদের সমাজ ব্যবস্থা কি হবে ?  
মুসলমানগন কি ভেবেছে ?  
ভাবেনি , 
বরং কাঠমোল্লারা আরবি ব্যাকরণ নিয়ে পড়ে আছে 
সমাজ বিজ্ঞানী বা রাষ্ট্র বিজ্ঞানী তৈরির 
প্রয়োজনীতা নেই , 
বরং সবাইকে অপ্রয়োজনীয় ব্যাকরণ শিখাতে ব্যাস্ত, 
মূর্খের দল কোথাকার । 
তালেবান নামক আরেক কাঠমোল্লা 
মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলার পদ্ধতি 
হাতে নিয়েছে । 
নারীকে ঘরে বন্দী করে অশ্লীলতা কমাতে চাইছে, 
আরে বোকার দল অশ্লীলতা সবার রক্তে মিশে গেছে 
এটা পৃথক করবেন কেবল ইমাম মাহদি , 
আর কারো ক্ষমতা নেই । 
এখন অশ্লীলতা বৃদ্ধি পাবেই , 
যার প্রকৃষ্ট উদাহারণ মামনুল হক । 
তুমি টিভি নেট যাই দেখো 
অথবা তুমি যে পরিবেশেই থাকো 
পাশাপাশি নামাজ রোজা করে যাও 
এবং প্রচুর নফল ইবাদত করে যাও , 
ইনশাআল্লাহ একদিন নিবিষ্ট চিত্তে এবং 
একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে পারবে । 
তবে এটা অনেক কঠিন এবং  
দীর্ঘ অপেক্ষার পর আসবে । 
তুমি বেশিরভাগ সময় 
ভালো এবং মন্দ মিশ্রিত চিন্তার মাধ্যমে 
ইবাদত করে যাও , 
দীর্ঘ সময় পর 
ধ্যানযুক্ত , নিবিষ্ট চিত্তে এবং একনিষ্ঠভাবে 
ইবাদত করতে পারবে ইনশাআল্লাহ । 
২০ বছর পর মানুষ কিছু পাপ করবেই , 
অতঃপর তোমার দায়িত্ব হলো 
পাশাপাশি ইবাদত করে যাওয়া 
এবং প্রচুর পরিমাণে নফল ইবাদত করে যাওয়া । 
(  জাহাঙ্গীর আলম আকন্দ  )                       । 
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০২৩  বিকাল ৩:২৬
রাজীব নুর বলেছেন: মুসলিমদের উচিৎ যুগের সাথে তাল মিলিয়ে চলা। নইলে পিছিয়ে পড়বে। পুরনো ধ্যান ধারনা থেকে বেড়িয়ে আসতে হবে।