নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

কম জানাই উত্তম

০৯ ই মার্চ, ২০২৩ রাত ৩:১৮

মানুষ একেবারেই কিছু জানে না
এমন নয় ,
বরং সাধনার পর প্রভুর সাথে সম্পর্ক হলে
অনেক কিছু জানা যায় ।



হে মানুষ
সর্বদা প্রশ্ন করা থেকে বিরত থাকো
এবং মেনে নাও ,
তোমার জীবনে ঘটে যাওয়া সব ঘটনাই
কল্যাণকর ।



প্রশ্ন একেবারেই কম করো ,
এবং ধ্যানে মগ্ন হও ।
অতঃপর
প্রতিটি কাজে স্রষ্টার উপর খুশি থাকো ,
অনেক কিছুই জানতে পারবে ।



প্রতিটি কাজে স্রষ্টার উপর খুশি থাকাই
জ্ঞানীর লক্ষণ ।
কারণ এই দুনিয়ায় মানুষ
সব জানতে পারবে না
এবং মহান আল্লাহ সব জানাবেন না ।



সবকিছু স্বাভাবিক মেনে নাও
তোমার মৃত্যু , তোমার নিকটজনের মৃত্যু
তোমার কষ্ট এবং নিকটজনের কষ্ট
সবকিছুতে প্রভুর উপর খুশি থাকো ।



হে আল্লাহ সবকিছুতে আমাদেরকে
খুশি রাখো এবং
আমাদেরকে কম পরীক্ষা করো
যাতে আমরা সফলকাম হতে পারি ।



হে মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করো
এবং দয়া করো ।
নিশ্চয়ই তুমি মহাক্ষমাশীল
এবং পরম দয়াময় ।



( জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২৩ ভোর ৫:২১

জগতারন বলেছেন:
সুন্দর!
লাইক!!

২| ০৯ ই মার্চ, ২০২৩ সকাল ৭:৪৪

অগ্নিবেশ বলেছেন: খুব ভালো কবিতা, গত বছর আপনি আমার কাছ থেকে দশ লক্ষ টাকা ধার নিয়েছিলেন, টাকাটা কবে ফেরত দেবেনখুব গত বছর আপনি আমার কাছ থেকে দশ লক্ষ টাকা ধার নিয়েছিলেন, টাকাটা কবে ফেরত দেবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.