নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর পরিবেশ উত্তপ্ত । পাপ এবং অশ্লীলতায় পরিপূর্ণ হয়ে গেছে পৃথিবী । ইসলামি শরিয়তে একজন নারী যে সমস্ত পুরুষের সামনে যেতে পারেন , বর্তমানে তাদের দ্বারাই যৌন হেনস্থার শিকার হচ্ছেন । আবার , ইসলামি শরিয়তে একজন পুরুষ যে সমস্ত নারীকে দেখতে পারেন , বর্তমানে সেসমস্ত নারীর দ্বারাই যৌন হেনস্থার শিকার হচ্ছেন । ইউরোপ আমেরিকায় এসব ঘটনা একেবারেই স্বাভাবিক এবং ধীরে ধীরে এটা সবজায়গায় ছড়িয়ে পড়ছে ।
এটার কারণ হচ্ছে তাগুতি শক্তির ব্যাপক প্রসারতা । অতীতে এমন সময় হলে নবী রাসুল আসতেন । নবী রাসুলের যুগ শেষ হয়ে গেছে । এখন মুজাদ্দিদের যুগ । বর্তমান মুজাদ্দিদ এই তাগুতি শক্তি বন্দী করবেন ইনশাআল্লাহ । তবে তাগুতি শক্তি এতটা ব্যাপকতা লাভ করেছে যে , তিনি খুব সামান্যই বন্দী করতে পারবেন ।
এই সময়ে পূর্ণ পর্দা মানলেও অবৈধ যৌনতা রোধ করা সম্ভব না । কারণ পর্দার ভিতরে থেকেও নিজেদের মধ্যে এটা চলবে । তারপরেও পর্দা চালিয়ে যেতেই হবে ইনশাআল্লাহ । আসলে এখন অশ্লীলতা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে । তালেবান শত চেষ্টা করেও অশ্লীলতা সম্পূর্ণ ধ্বংস করতে পারবে না । যদিও নারীদের সমস্ত স্বাধীনতা কেরে নিয়েছে তালেবান । আসলে অশ্লীলতা মানুষের রক্তের সাথে মিশে গেছে । একমাত্র ইমাম মাহদি এটা পুরোপুরি ঠিক করতে পারবেন ইনশাআল্লাহ ।
তাহলে মুসলমানরা এখন কি আমল করবে ? স্পষ্ট কথা , পাপ কাজ সংঘটিত হলেও হতাশ হওয়া যাবে না । চেষ্টা করতে হবে সেখান থেকে ফিরে আসার এবং পাশাপাশি মৌলিক ফরজ ও ওয়াজিব আমলগুলি করে যেতে হবে । বড়ো বড়ো সুন্নত আমলের চাইতে ছোট ছোট সুন্নত আমল তথা নফল ইবাদতে বেশি মনযোগ দিতে হবে । অত্যধিক নফল ইবাদত করতে হবে । ব্যাক্তিগত সুদ খাওয়া যাবে না , কারণ তা কিয়ামত পর্যন্ত হারাম । তবে ব্যাংকিং করা যাবে । ধর্ম প্রতিষ্ঠার যুদ্ধ করা যাবে না । তবে সততা ন্যায় ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করা যাবে এবং করতে হবে । অভিনয় শিল্পীরাও উপরোক্তভাবে চললে , ইনশাআল্লাহ তারাও পরকাল মুক্তি পাবে ।
( জাহাঙ্গীর আলম আকন্দ ) ।
২| ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১১
রানার ব্লগ বলেছেন: মুসলমানদের আগেও পৃথীবিতে অন্য আরো জনগোষ্ঠি ছিলো যাদের নবীগন নেতৃত্ব দিয়েছেন । তাদের নিয়ে অনেক ইতিহাস লিপিবদ্ধ আছে। আমি সেই সকল নবীদের কার্যকলাপ যা দেখেছি তা বেশীরভাগ সমাজ ও রাষ্ট কেন্দ্রিক এমনকি তাদের উম্মত গন ও ধর্ম কে রাষ্ট্রের উন্নয়নের কাজে ব্যাবহার করে মানুষের উন্নয়নের চেষ্টায় থাকতেন । এমন কি মুহাম্মাদ (সঃ) এর সময়ও তিনি তার সমাজ ও রাষ্ট্র ব্যাবস্থাকে গুরুত্ব দিয়ে তার নব্যুয়াতী পরিচালনা করেছেন কিন্তু এখনকার যারা নিজেদের খাটী মুমিন বলে দাত রৌদ্রে শুকা দেয় তাদের একই চিন্তা নারীর যৌনতা, নারীর অংগ প্রতঙ্গের বর্ননা, পর্দার নামে নারী কে অন্ধকারে ফেলে নিজের যৌন সামগ্রী বানানোর প্রয়াস ইত্যাদি ।
ভাই আর কতো পর্ব বর্তি নবীগনের উম্মতদের কার্যকলাপ দেখে কিছু শেখেন কারন নবী মুহাম্মাদ কোন নতুন কিছুর বার্তা আনেন নাই স্কই বার্তা যা পূর্ব বর্তি নবীগন দিয়েছেন তিনিও সেই বার্তা প্রচার করেছেন আর শিখতে না চাইলে নিজ দায়ীত্বে মইরা যান । পৃথীবিকে আপনাদের লালসার বস্তু বানায়েন না ।
৩| ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১৪
রানার ব্লগ বলেছেন: মুসলমানদের আগেও পৃথীবিতে অন্য আরো জনগোষ্ঠি ছিলো যাদের নবীগন নেতৃত্ব দিয়েছেন । তাদের নিয়ে অনেক ইতিহাস লিপিবদ্ধ আছে। আমি সেই সকল নবীদের কার্যকলাপ যা দেখেছি তা বেশীরভাগ সমাজ ও রাষ্ট কেন্দ্রিক এমনকি তাদের উম্মত গন ও ধর্ম কে রাষ্ট্রের উন্নয়নের কাজে ব্যাবহার করে মানুষের উন্নয়নের চেষ্টায় থাকতেন । এমন কি মুহাম্মাদ (সঃ) এর সময়ও তিনি তার সমাজ ও রাষ্ট্র ব্যাবস্থাকে গুরুত্ব দিয়ে তার নব্যুয়াতী পরিচালনা করেছেন কিন্তু এখনকার যারা নিজেদের খাটী মুমিন বলে দাত রৌদ্রে শুকা দেয় তাদের একই চিন্তা নারীর যৌনতা, নারীর অংগ প্রতঙ্গের বর্ননা, পর্দার নামে নারী কে অন্ধকারে ফেলে নিজের যৌন সামগ্রী বানানোর প্রয়াস ইত্যাদি ।
ভাই আর কতো পূর্ববর্তি নবীগনের উম্মতদের কার্যকলাপ দেখে কিছু শেখেন কারন নবী মুহাম্মাদ কোন নতুন কিছুর বার্তা আনেন নাইে সেই একই বার্তা যা পূর্ববর্তি নবীগন দিয়েছেন তিনিও সেই বার্তা প্রচার করেছেন আর শিখতে না চাইলে নিজ দায়ীত্বে মইরা যান । পৃথীবিকে আপনাদের লালসার বস্তু বানায়েন না ।
৪| ১৬ ই মার্চ, ২০২৩ দুপুর ২:০৫
ইএম সেলিম আহমেদ বলেছেন: ব্যাক্তিগত সুদ খাওয়া যাবে না , কারণ তা কিয়ামত পর্যন্ত হারাম। তবে ব্যাংকিং করা যাবে???
৫| ১৬ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৫৯
রাজীব নুর বলেছেন: এযুগের টাইটেল হওয়া উচিৎ এরকম- ''ধর্ম থেকে দূরে থাকো, ভালো থাকো।''
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ৮:৪২
বিটপি বলেছেন: ইসলামের নাম ভাঙিয়ে খারাপ যা কিছু করা যায়, তালেবানের কেবল তা-ই করা ক্ষমতা আছে। ইসলামী শরিয়তে আছে সুশাসন, জবাবদিহিতা, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির অধিকার রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা - এগুলো বাস্তবায়নের হিম্মত কোন মুসলিম দেশের সরকারেরই নেই।